top of page
Wrishita Mukherjee, WTN

হেমন্তের শিরশিরানি বাতাসে, শীত কি তবে ঢুকে পড়ছে রাজ্যে? কী বলছে হাওয়া অফিস?


বাতাসে হেমন্তে শীতল হাওয়ার শিরশিরানি। হালকা শীতের আমেজ। সকালে ও রাতে। তাহলে কি এসে গেলেন তিনি? আবহাওয়া অফিস জানাচ্ছে, আগামী তিন থেকে চার দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমবে। কমবেশি তিন ডিগ্রি। ৫ দিন পর থেকে আবার কিছুটা তাপমাত্রা বাড়তে পারে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মেঘলা আকাশ থাকবে। তবে, বৃষ্টির কোন সম্ভাবনা নেই।


উত্তরবঙ্গেও আগামী চার থেকে পাঁচ দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার। তাপমাত্রার কোনরকম হেরফের হবে না। কলকাতায় এবং তার আশেপাশে সংলগ্ন এলাকায় আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশ থাকবে। স্থানীয়ভাবে জলীয় বাষ্পের কারণে মেঘলা আকাশ থাকবে। তবে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমবে আগামী দুই তিন দিনে।


রাতের দিকে তাপমাত্রা কমলেও এখনই শীত আসছে না রাজ্যে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক বা তার ওপরে নিচে ওঠানামা করলেও আপাতত হালকা শীতের আমেজ থাকবে সকালে ও সন্ধ্যায়। বিশেষত পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ একটু বেশিই থাকবে।


কলকাতায় শনিবার সকালের তাপমাত্রা ২৭ ডিগ্রি। সারাদিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩১ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৪ ডিগ্রি ।

Comentários


bottom of page