সন্দেশখালি ভাইরাল ভিডিও নিয়ে সিবিআইয়ের কাছে অভিযোগ জানিয়েছে বিজেপি । সেই অভিযোগপত্রে তৃণমূলের বিরুদ্ধে এআই প্রযুক্তি ব্যবহার করে ভিডিওতে মিথ্যাচারের অভিযোগ আনা হয়েছে । শনিবার সকালে সামনে আসে সন্দেশখালির ভাইরাল ভিডিও । ভিডিওতে বিজেপির নেতা মুখে শোনা যাচ্ছে যে সন্দেশখালির ঘটনা সাজানো। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি হোয়াট্স দ্য নিউজ বাংলা। এর পরেই বিজেপির পক্ষ থেকে ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে। ভিডিওটি যে এআই দিয়ে নির্মান করা হয়েছে এই মর্মে সিবিআই-এর কাছেও অভিযোগ দায়ের করা হয় । এরই মাঝে বড় চমক বামেদের । প্রাক্তণ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের একটি এআই ভিডিও নিয়ে প্রচারে নেমেছে লাল শিবির
ভিডিওতে প্রাক্তণ মুখ্যমন্ত্রীর ছবি ও গলার স্বর হুবহু এক হলেও ভিডিও যে কৃত্রিমভাবে নির্মিত তা বোঝা যায় । চেনা নেতার আবেগঘন গলার স্বরে আড়াই মিনিটের ভাষণ বামেদের মধ্যে ভোট বাজারে নতুন উর্জা আনবে বলেই মনে করছেন অনেকেই ।
অনেকেই আবার বলছেন টাইমিংয়ের কথা । ভোট বাজারে যখন সন্দেশখালির ভিডিও নিয়ে এআই তর্জা তুঙ্গে তখনই সেই প্রযুক্তিতে নির্মান ভিডিও ছেড়ে বাজারে একদিকে সেই তর্জাই জিইয়ে রাখল বামেরা ।
Comentarios