top of page

স্পেনে মুখ্যমন্ত্রী, শিল্পপতীদের বাংলায় আসার অনুরোধ মমতার


বাংলার উন্নয়নে বিদেশি বিনিয়োগ টানতে স্পেন গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে আরও অনেকে গিয়েছেন। বৃহস্পতিবার বৈঠক করেন স্পেনের সরকারের স্প্যানিশ ভাষার ডাইরেক্টর জেনারেল গুইলেরমো এসক্রিবানের সঙ্গে। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দফতরের প্রধান সচিব বন্দনা যাদবও। শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষিয় নিয়ে এইদিন মাদ্রিদের বৈঠকে আলোচনা হয়েছে।



স্পেনের সরকার ও সেখানকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলকেও বাংলায় আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যের প্রতিনিধিরা। বাংলার পড়ুয়াদের মধ্যে বিদেশি ভাষা শেখার প্রতি আগ্রহ বাড়ছে।


কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিতে বিদেশি ভাষা শেখার চাহিদা স্পেনের সরকার ও সেখানকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এক প্রতিনিধি দলকেও বাংলায় আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যের প্রতিনিধিরা। বাংলার পড়ুয়াদের মধ্যে অধুনা বিদেশি ভাষা শেখার প্রতি আগ্রহ বাড়ছে। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে বিদেশি ভাষার শিক্ষার চাহিদা বাড়ছে। সেই প্রসঙ্গ নিয়েও আলোচনা হয়েছে দু’পক্ষের। বাংলার পড়ুয়াদের জন্য স্প্যানিশ ভাষা শেখার সুযোগের পাশাপাশি শিক্ষকদেরও স্প্যানিশ ভাষা নিয়ে প্রশিক্ষণের বিষয় উঠে আসে এদিনের বৈঠকে।



রাজ্য সরকার সম্প্রতি বাংলার শিক্ষাব্যবস্থার জন্য রাজ্য শিক্ষানীতি নিয়ে এসেছে, সেখানেও বিদেশি ভাষার শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এমন অবস্থায় বৃহস্পতিবার মাদ্রিদে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বাংলার শিক্ষামহল। মনে করছে বাংলার শিক্ষা দফতর।


আগামী ২১ এবং ২২ এ নভেম্বর বিশ্ব বাংলাদেশ বাণিজ্য সম্মেলন রয়েছে।

Comentarios


bottom of page