top of page

স্টিপলচেজে প্রথম সোনা! এশিয়ান গেমসে ইতিহাস অবিনাশ সাবলের


এশিয়ান গেমসে ফের ইতিহাস। গেমস রেকর্ড করে, তিন হাজার মিটার স্টিপলচেজে সোনা জিতলেন ভারতের অবিনাশ সাবলে। এই ইভেন্টে ভারতের এটি প্রথম স্বর্ণপদক। রবিবার হ্যাংজুতে ২৯ বছর বয়সী ভারতীয় অ্যাথলিট অবিনাশের দুরন্ত ছন্দ, ছিনিয়ে এনেছে, ৩০০০মিটার স্টিপলচেজে দেশের প্রথম সোনা। মহারাষ্ট্রের এই অ্যাথলিট এই ইভেন্টে জাতীয় রেকর্ডেরও অধিকারী। রবিবার ৮ঃ১৯.৫০ মিনিটে শেষ করেন রেস। যা ভেঙে দিল পুরানো এশিয়ান রেকর্ড।


এছাড়া পুরুষদের ট্রাক শুটিংয়ে পৃথ্বীরাজ টোন্ডাইমান কাইনান চেনাই এবং জোরাভার সিং সান্ধু জিতলেন সোনা।

অপরদিকে মহিলা ট্র্যাপ টিম ইভেন্টে মনী শাকের প্রীতি রাজা এবং রাজেশ্বরী কুমারী ভারতকে রুপো এনে দিয়েছে। এই জয় এশিয়ান গেমসে ভারতীয় শুটিং কনটেনজেন্টের সর্বকালীন সেরাতে যোগ দিয়েছেন।


অপরদিকে মহিলা বক্সার নিখাত জারিন-কে ব্রোঞ্জে সন্তুষ্ট থাকতে হয়েছে।

Comments


bottom of page