top of page

শিক্ষক দুর্নীতি মামলায় ইডির তলব চাটার্ড একাউটেন্টকে

Writer's picture: Ruchika Mukherjee, WTNRuchika Mukherjee, WTN

শিক্ষক দুর্নীতি মামলায় চার্টার্ড একাউন্টেন্ট মনোজ মানহোত কে তলব করলো ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী আধিকারিকরা ।


কয়েকদিন আগেই হাওড়ায় মনোজের বাড়িতে তল্লাশি চালায় ইডি । মূলত অনুব্রত মন্ডলের চার্টার্ড একাউন্টে মনীষ কোঠারি ঘনিষ্ঠ এই মনোজ মানহোত ।


গরু পাচার মামলার চার্জশিটেও মনোজের নাম ছিল । ইডি সূত্রের খবর হাওয়ালার কাজ করত মনোজ কমিশনের বিনিময়ে কালো টাকা সাদা করারও অভিযোগ ।


প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা হাওয়ালার মাধ্যমে কোথায় কোথায় পাঠানো হয়েছে তা জানার জন্যই মনোজ কে আজকে ইডি অফিসে হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠিয়েছে ইডি ।



Comments


bottom of page