top of page

মহাকাশে সেলফি তুলল আদিত্য এল ওয়ান কে, দেখুন সেই ছবি



গত ২রা সেপ্টেম্বর ভারতের প্রথম সৌরযান আদিত্য এল ওয়ান কে অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় । ল্যাগ্রেঞ্জ পয়েন্ট ১ এর উদ্দেশ্যে রওনা হওয়ার আগেই মহাকাশ থেকে পৃথিবী ও চাঁদের ছবি পাঠায় আদিত্য এল ওয়ান সৌর যানটি।


পৃথিবী ও চাঁদের ছবির পাশাপাশি একটি সেলফি ও তুলেছে আদিত্য এল ওয়ান সৌর যান । যে ছবি ইতিমধ্যেই টুইট করেছে ভারতীয় মহাকাশ গবেষণাকারি সংস্থা ইসরো। ইসরোর থেকে প্রকাশিত সেই ছবিতে ভিইএলসি বা ভিসিবল এমিসন লাইন করোনাগ্রাফ এবং সোলার আল্ট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ বা এসইউআইটি পেলোড দুটি ধরা পড়েছে।


সৌরযানের তোরা সেলফিতে ধরা পড়েছে নিজস্ব দুটি পেলোড । ভারতীয় মহাকাশ গবেষণাগারী সংস্থা ইসরোর প্রকাশিত এই ছবিতে পৃথিবীকে আকারে অনেক বড় দেখা গিয়েছে , পৃথিবীর গায়ের নীল রঙও বেশ স্পষ্ট । তবে চাঁদকে অপেক্ষাকৃত ক্ষুদ্র আকারে দেখা গেছে।


প্রসঙ্গত ,ভারতের প্রথম সৌরযান আদিত্য এল ওয়ানের মূল গন্তব্য সূর্য এবং পৃথিবীর মাঝের ল্যাগরেঞ্জ পয়েন্ট যা পৃথিবী থেকে পৃথিবী থেকে প্রায় ১৫ লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত । এই দূরত্ব অতিক্রম করতে সৌরযানটির সময় লাগবে ১২৫ দিন ।







Comments


bottom of page