top of page
Writer's pictureRuchika Mukherjee, WTN

৯০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২০ বছরের যুবক, বনগাঁর ঘটনায় লড্জায় বাংলা



বনগাঁয় এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ। নব্বই বছরের ঐ বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ বছর ২০-এর এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার মধ্যরাতে বৃদ্ধার ঘরে ঢুকে ধর্ষণ করে ঐ যুবক। পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষণকারীর নাম সমিত দাস। যুবককে গ্রেফতার করে গাইঘাটা থানার পুলিশ। পরিবরের অভিযোগ সমিতকে বৃদ্ধার ঘর থেকে বেরোনোর সময় দেখে ফেলেন তাঁরা। তাঁরপরই অভিযুক্ত সমিত কে ধরতে গেলে পালিয়ে যায় সে। পরিবারের অভিযোগের ভিত্তিতেই যুবক কে গ্রেফতার করে গাইঘাটা থানার পুলিশ। নির্যাতিতা বৃদ্ধা এখন বর্তমানে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি আছেন।


( এটি এই খবরের প্রখমিক পাওয়া রিপোর্ট। ডাব্লিউ টি এন চায় না কোনও রকমের ভূল খবর আমাদের পাঠকদের কাছে যাক। তাই এই খবরের আপডেট এলে আরও বিস্তারিত রিপোর্ট দেওয়া হবে)

Comments


bottom of page