top of page

ফের শহরে মেট্রো বিভ্রাট! যান্ত্রিক গোলযোগের কারণ নড়ল না মেট্রোর চাকা

Writer: Jaita Chowdhury, WTNJaita Chowdhury, WTN


ফের বিপত্তি কলকাতা মেট্রোয়। যান্ত্রিক গোলযোগের কারণে থমকে গেল মেট্রো পরিষেবা। গিরীশ পার্ক থেকে ময়দান পর্যন্ত প্রায় আধ ঘণ্টার বেশি সময় বন্ধ রাখা হয় মেট্রো চলাচল। যার জেরে দুর্ভোগে পড়েন নিত্যদিনের অফিস যাত্রীরা। সূত্রের খবর, শুক্রবার বেলা বেলা ১২টা ৬ মিনিটে ফের স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা। বেলা ১২টা বেজে ৬ মিনিটে আপ লাইনে ময়দান থেকে ছাড়ে দক্ষিণেশ্বরগামী ট্রেন। এরপর, বেলা ১২ টা ১০ মিনিটে ডাউন লাইনে গিরীশ পার্ক থেকে ছাড়ে কবি সুভাষগামী মেট্রো।


কলকাতার মেট্রোর আধিকারিক কৌশিক মিত্র জানান,এদিন পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেড স্টেশনের কিছু যান্ত্রিক গোলযোগের কারণে গিরীশ পার্ক এবং ময়দানের মধ্যে মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়। যদিও মেট্রো যাত্রীদের একাংশের দাবি, নোয়াপাড়া থেকে দমদমের মধ্যেও বেশ কিছুক্ষন দাঁড়িয়ে ছিল মেট্রো। ভোগান্তিতে পড়েছিলেন শোভাবাজারের যাত্রীরাও।


উল্লেখ্য, গত সপ্তাহের শনিবার যান্ত্রিক ত্রুটির কারণে অফিস টাইমে দুর্ভোগে পড়েছিলেন নিত্যযাত্রীরা। এদিন কালীঘাট ট স্টেশনের কাছে যান্ত্রিক ত্রুটির জেরে রবীন্দ্র সরোবর থেকে যতীন দাস পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়। প্রায় তিন ঘন্টার পর স্বাভাবিক হয় মেট্রো চলাচল।


Comments


bottom of page