ফের শহরে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু, উদ্বেগ বাড়ছে, বাড়ছে আতঙ্ক
- WTN বাংলা নিউজডেস্ক
- Sep 25, 2023
- 1 min read

শনিবার দুপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয় ১২বছরের ডোনা ঘোষ , দক্ষিণ কলকাতার বিজয়গড়ের বাসিন্দা। শিশুটি বাঙ্গুর হাসপাতালে ভর্তি হয় কিছুক্ষণের মাথায় শিশুটি মারা যায়। সবার কাছে একটাই বার্তা নিজেকে ডেঙ্গু মুক্ত রাখার চেষ্টা করুন। জ্বর হলে সঠিক সময় নিজের চিকিৎসাটা সঠিক ভাবে করে ফেলুন।
এবার পুরসভার ২৭নং ওয়ার্ডের শ্যামনগর অঞ্চলে মৃত্যু হল এক বয়স্ক ভদ্র মহিলার নাম রুনা বসাক ৫৩ বছর বয়সি মহিলা, চলতি মাসের ১৪ তারিখ নাগেরবাজার সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন রুনা বসাক। এরপরে গত ২১ তারিখ ওনার মৃত্যু হয়। ডেট সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছে রুনা বসা ডেঙ্গু আক্রান্তে তিনি মারা গিয়েছেন।
এছাড়াও রক্তের নমুনা পরীক্ষা করালে এন এস ওয়ান পজিটিভ এলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। তারপরে গত ২১তারিখ রুনা বসাকের মৃত্যু হয়। এই নিয়ে দক্ষিণ দমদমে ডেঙ্গু মৃত্যুর সংখ্যা ৬ দাঁড়াল।গত বুধবারই শ্যামনগর অঞ্চলে ১৪বছরের এক কিশোরী ডেঙ্গুতে মারা যায়। এরপর ফের একবার ডেঙ্গু আক্রান্তের মৃত্যু হল শ্যামনগর অঞ্চলে বাসিন্দা।
শুধুই কলকাতা নয় নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগনা চিন্তায় জেলা প্রশাসনের। তবে মানুষের সব সময় পরিষ্কার- পরিচ্ছন্ন জল রাখা উচিত নয় ,মশারি টাঙিয়ে শোয়াটাই ভালো নিজেদের সবসময় জীবাণুমুক্ত রাখার জন্য যতটা পরিষ্কার থাকা দরকার সেটা যদি করা যায় ডেঙ্গু আক্রান্ত কমতে বাধ্য।
Comments