top of page
Writer's pictureAfsana Nigar, WTN

প্যাকেটে একটি বিস্কুট কম! ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে আইটিসি-কে

হিমাচল প্রদেশের মানালিতে একটি দোকান থেকে পথের কুকুরদের খাওয়ানোর জন্য আইটিসি-র ব্র্যান্ডের অন্যতম বিক্রিত একটি বিস্কুটের প্যাকেট কেনেন দিল্লিবাবু। বিস্কুটের প্যাকেটের ওপর লেখা ১৬টি বিস্কুট আছে, অথচ প্যাকেট খোলার পর দিল্লিবাবু গুনে দেখেন, সেখানে একটি বিস্কুট কম আছে।


যে দোকান থেকে বিস্কুট কিনেছিলেন সেখানে দিল্লিবাবু বিষয়টি জানানোর পর আইটিসি সংস্থার কাছেও অভিযোগ জানান৷ কিন্তু তাদের জবাবে সন্তুষ্ট না হয়ে তিনি এর পরেই আদালতের দ্বারস্থ হন৷


তিনি আদালতে জানান, প্রতিটি বিস্কুটের দাম হিসাবে পড়ে ৭৫ পয়সা। আইটিসি সংস্থা দিনে ৫০ লক্ষ প্যাকেট বিস্কুট তৈরি করে। এই হিসাব অনুযায়ী, প্রতিদিন লোক ঠকাচ্ছে।


আইটিসির পাল্টা যুক্তি ছিল, বিস্কুটের সংখ্যা নয়, ওজন হিসাবে বিক্রি করা হয়। কিন্তু আদালত পরীক্ষা করে দেখে, সেই প্যাকেটে যে ওজন মুদ্রিত রয়েছে, তার চেয়ে ওজনও বাস্তবে কম৷


এর পরেই অনৈতিক ব্যবসায়িক প্রক্রিয়া চালানোর অভিযোগে আইটিসিকে এক লক্ষ টাকা জরিমানা করে আদালত। সেই টাকা এবার যাবে দিল্লিবাবুর পকেটে।


Comments


bottom of page