top of page

পেট্রাপোল সীমান্তে ৪৭ লক্ষ টাকার সোনার পেস্ট পাচারকারি মহিলাকে আটক বিএসএফের

Writer: Ruchika Mukherjee, WTNRuchika Mukherjee, WTN

বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের চেষ্টা করেনএক মহিলা। আইসিপি পেট্রাপোলের মহিলা জওয়ানরা সেই মহিলাকে সন্দেহ করে এবং তাঁর কাছ থেকে ৪৬,৫৫,৯৭৬ টাকার সোনা উদ্ধার করে।


ভারত ও বাংলাদেশের রুটিন চেকিংয়ের সময় মহিলাটিকে সন্দেহ করে তাঁরা। তারপর মহিলা সৈন্যরা হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করলেই মেশিনটি মহিলা যাত্রীর শরীরে ধাতব পদার্থের উপস্থিতি নির্দেশ করে।


এরপর মহিলা জওয়ানরা মহিলা তল্লাশি রুমে নিয়ে যান পুরো তল্লাশির জন্য। তল্লাশির সময় মহিলা যাত্রীর গোপনাঙ্গে ইন্সুলেশন টেপ দিয়ে মোড়ানো সোনার পেস্টের একটি ড্রাম আকারের টুকরো পাওয়া যায়।


এরপর সৈন্যরা মহিলা যাত্রীকে তার সোনা সহ আটক করে জিজ্ঞাসা বাদের জন্য সীমান্তের সামনে নিয়ে আসে।


মহিলাকে জিজ্ঞেস করায় সে নিজেকে ভারতীয় নাগরিক বলে পরিচয় দেয়। ওই মহিলা জানান তিনি দুবাই এবং কাতার থেকে কাপড়ের ব্যবসা করে। বর্তমানে তার ব্যবসা বাংলাদেশে চলছে।


বাংলাদেশ থেকে ভারতে আসার সময় বেনাপোলের নামের এক অজানা ব্যাক্তি তার সাথে যোগাযোগ করে। তাকে বলা হয় এই সোনার পেস্টটি নিতে । এই কাজটি করে দিতে পারলে সেই মহিলাকে তিনি ১০০০০ টাকা দেবেন।


ভারতে আসার পর পেট্রাপোলের এক অজানা ব্যাক্তির হাতে এই সোনা তুলে দিতে যাচ্ছিলেন তিনি। কিন্তু তার আগেই বিএসএফ তল্লাশির জন্য মহিলা জওয়ানরা সোনাটি উদ্ধার করে বাজেয়াপ্ত করে। সেই সোনা পাচারকারি মহিলাকে সোনাসহ আইনি ব্যবস্থার জন্য কাস্টম অফিস পেট্রাপোলে তুলে দেওয়া হয়।

Comments


bottom of page