top of page
Wrishita Mukherjee, WTN

পুজোর আগে কি পিছু ছাড়বে না বৃষ্টি? কী জানাচ্ছেন আবহাওয়া দফতর


নিম্নচাপের জোড়া ফলায় জেরবার আশ্বিনের বাংলা! কোথায় এখন আকাশে পেঁজা তুলো মেঘের আবহ থাকবে তা নয়, বঙ্গোপসাগরে তৈরি হওয়া দুই নিম্নচাপে বাংলায় উধাও শরৎ!

আবহাওয়া দফর জানাচ্ছে, আরব সাগর ও বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া দুই নিম্নচাপই শক্তি বাড়াচ্ছে। এগিয়ে আসছে দক্ষিণবঙ্গের দিকে । আগামি দুদিন আরও শক্তিশালী হবে এই দুই নিম্নচাপ। ফলে বাড়ছে বৃষ্টির সম্ভাবনা। প্রতিটি জেলায় সমস্যার মুখে পড়ছে মানুষ। মঙ্গলবার সকাল পর্যন্ত, দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে পশ্চিম জেলায় শুরু হবে ভারী বৃষ্টিপাত। আবহাওয়া দফতর জানাচ্ছে, নিম্নচাপ ঝাড়খন্ড ও ছত্রিশগড় সংলগ্ন এলাকায় অবস্থান করছে। নিম্নচাপের প্রভাবে বাংলায় ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।বৃষ্টি হবে বিহার ওড়িশা ঝাড়খন্ডেও। মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা আবহাওয়া দফতরের।


মঙ্গল ও বুধে বৃষ্টি আরও বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলোতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। আগামী ৪৮ ঘণ্টা এই দুর্যোগ চলবে উত্তরবঙ্গে। জানাচ্ছে আবহাওয়া দফতর। এরপরে কমতে পারে বৃষ্টির দাপট। তবে শনিবার পর্যন্ত মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পার্বত্য জেলাগুলিতে।


কলকাতায় মুখ গোমড়া থাকবে আকাশের। মাঝে মধ্যেই দু এক পশলা বৃষ্টি ভিজিয়ে দেবে শহর। কখনও ভারী বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। আবহাওয়া দফতরের আশা বুধ সকাল থেকে শহরের আবহাওয়া বদল আসবে।


কলকাতায় সর্বনিম্ন ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাস্পের পরিমাণ ৮৪ থেকে ৯৮ শতাংশ। বৃষ্টি হয়েছে ১৫.৮ মিলিমিটার। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসএর মধ্যে।

এবার এক ঝলকে উত্তরের আবহাওয়া


উত্তরবঙ্গের আকাশ থাকছে অন্ধকার, ভিজবে পাহাড়, সমতলও ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


শিলিগুড়ি : আকাশের মুখ অন্ধকার, বৃষ্টির পূর্বাভাস। ভ্যাপসা গরম থেকে রেহাই পেতে পারে শহর।


দার্জিলিং : ভিজছে শৈলশহর। বাড়তে পারে বৃষ্টিও। ছাতা মাথায় ম্যালে পর্যটকেরা।


কালিম্পং : গতকাল বিকেল থেকেই বৃষ্টি চলছে। সকালেও আবহাওয়ার হেরফের হয়নি। ভারী বৃষ্টির সম্ভাবনা।


জলপাইগুড়ি : আকাশের মুখ ভার। বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


ডুয়ার্স : আকাশ মেঘলা। ডুয়ার্সেও বৃষ্টির সম্ভাবনা।


আলিপুরদুয়ার : মেঘলা আবহাওয়া আলিপুরদুয়ারেও। বৃষ্টিতে ভিজতে পারে।


কোচবিহার : আকাশের মেঘলা,বৃষ্টির সম্ভাবনা।


উত্তরদিনাজপুর : মেঘে ঢাকা আকাশ। বৃষ্টির পূর্বাভাস।


ইসলামপুর : গরম থেকে কিছুটা স্বস্তি। আকাশে কালো মেঘ।


দক্ষিণ দিনাজপুর : মেঘলা আকাশ। ভিজতে পারে বালুরঘাট।


Comments


bottom of page