top of page

পাখির চোখ চব্বিশের ভোট, মহিলা মন পেতে সংরক্ষণ বিল! তবে আইন হতে লাগবে আরও ৫ বছর!



লোকসভা ভোটের আগে মহিলা মন পেতে মরিয়া মোদি সরকার। নতুন সংসদ ভবনে প্রথম দিনই, লোকসভায় পেশ করা হল মহিলা সংরক্ষণ বিল। তবে দুই কক্ষ অর্থাৎ লোকসভা এ রাজ্যসভায় পাশ হওয়ার পরেও এই বিলের আইন হয়ে তার প্রয়োগে সময় লাগবে ৫ বছর। ২০২৯-এর আগে প্রয়োগ করা যাবে না এই আইন। আপাতত প্রয়োগ করা যাবে না মহিলা সংরক্ষণ বিলকে । ডিলিনিটেশনের পরেই এই বিলকে আইন করে প্রয়োগ করা সম্ভব। তাই ২০২৪-এর নির্বাচনে সম্ভবত মহিলা সংরক্ষণ হবে না!


মন পেতে মহিলা সংরক্ষণ বিল!


সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার গ্রিন সিগনাল। মঙ্গলবার, নতুন সংসদ ভবনে প্রথম দিনই লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পেশ করল মোদি সরকার। এই বিল আইনে পরিণত হলে

লোকসভা ও বিধানসভায় মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে ৩৩ শতাংশ আসন। গত লোকসভা ভোটে ৭৮ জন মহিলা প্রার্থী সাংসদ হন। সংরক্ষণ বিল পাস হলে লোকসভায় মহিলা সাংসদ থাকবেন ১৭৯ জন। অর্থাৎ, ৩৩ শতাংশ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন 'আমি চাই সর্বসম্মতভাবে এই বিল পাস হোক'


২০১৯-এর লোকসভা নির্বাচনে ভোটার ছিলেন ৮৯ কোটি ৭০ লক্ষ । এর মধ্যে মহিলা ভোটার ৪৩ কোটি ২০ লক্ষ, অর্থাৎ ৪৮ শতাংশ ভোটারই মহিলা ।


এই তথ্যই বলে দেয় মহিলা ভোটারদের মন যাদের দিকে, লোকসভা নির্বাচনে তারাই বাজিমাত করবে। এই অঙ্কেই কি বিশেষ অধিবেশন ডেকে লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পেশ করল মোদি সরকার? এ প্রশ্ন নানা মহলে। অনেকে এও বলছেন, বিরোধীরা মমতার লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে মহিলাদের মন পেতে চাইছেন। এর পালটা হিসেবেই মোদি সরকারের হাতিয়ার মহিলা সংরক্ষণ বিল।



তৃণমূলের দাবি, মহিলাদের ক্ষমতায়নের পথে তারা অনেক আগেই হেঁটেছে। সংরক্ষণ না থাকলেও লোকসভায় তৃণমূলের মহিলা সাংসদ উনচল্লিশ দশমিক এক তিন শতাংশ।এছাড়া ত্রিস্তরীয় পঞ্চায়েতে মহিলাদের জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষণ করেছে মমতার সরকার। তেইশের পঞ্চায়েত ভোটে ৫০ শতাংশেরও বেশি আসনে মহিলা প্রার্থী দেয় তৃণমূল


তৃণমূল কংগ্লোরেস সাংসদ শান্তনু সেন বলছেন, লোকসভায় তারা ৩৫ শতাংশ প্রতিনিধি পাঠিয়েছেন। কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার এমনকী স্বাস্থ্য সাথী কার্ডটা বাড়ির মেয়েদের জন্য করে ওমেন এমপাওয়ারমেন্টের কাজটা অনেক আগে থেকে করেছেন।


মন পেতে মহিলা সংরক্ষণ বিল!


মহিলা সংরক্ষণ বিলকে আইনে পরিণত করতে হলে সংসদের দুই কক্ষেই বিলটিকে পাস করাতে হবে। লোকসভা এবং রাজ্যসভা, এই দুই কক্ষেই দুই তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন

এছাড়া, দেশের ২৮টি রাজ্যের অর্ধেক অর্থাৎ ১৪টি রাজ্যের সম্মতি দরকার । তারপর রাষ্ট্রপতির সবুজ সংকেত । তা হলেই মহিলা সংরক্ষণ বিল আইনে পরিণত হবে


Comments


bottom of page