বিভিন্ন জেলায় যে সমস্ত পুরসভা এলাকায় ডেঙ্গি সংক্রমণ বাড়ছে, সেই সব জেলার পুরসভাগুলির কাউন্সিলরদের সঙ্গে সংশ্লিষ্ট জেলা শাসকদের বৈঠকের নির্দেশ পাঠালো নবান্ন। জোড়া বৈঠক করে ডেঙ্গি নিয়ন্ত্রণ আনার প্রচেষ্টায় উদ্বিগ্ন নবান্ন এবং রাজ্য স্বাস্থ্য দপ্তর।
পুলিশ প্রশাসনকেও যুক্ত করতে হবে ডেঙ্গি সংক্রমণ আটকানোর জন্য। কমিশনার অফ পুলিশ এবং পুলিশ সুপারদের জমা জল বের করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। পঞ্চায়েত গুলি গ্রামাঞ্চলের জন্য মাইক্রো প্ল্যান তৈরি করবে ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য।
সাধারণ মানুষদের চোখে পড়ছে জেলা শহরের রাস্তার নর্দমাগুলি থেকে নোংরা জল রাস্তায় উপচে পড়ছে। ড্রেনের জলে কিলবিল করছেমশার লার্ভা।অথচ এলাকাগুলির প্রশাসনের হুঁশ নেই।
রোগীদের কিভাবে চিকিৎসা হবে তার জন্য এসওপি তৈরি করা হচ্ছে। খুব শীঘ্রই তা দেওয়া হবে স্বাস্থ্য দপ্তরের তরফে।
বেসরকারি হাসপাতালগুলিকে ডেঙ্গি সংক্রমণ নিয়ে সঠিক ও যথাযথ ডেটা এন্ট্রি করতে হবে। ডেঙ্গি নিয়ে বিভিন্ন জেলার গুলির সঙ্গে বৈঠকে পাঁচ দফা নির্দেশ নবান্নের।
রাজ্যে ইতোমধ্যে ডেঙ্গির কারণে মানুষের মৃত্যুর সংখ্যা কয়েক হাজার পেরিয়েছে।
Comments