top of page
Writer's pictureJaita Chowdhury, WTN

ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের ভোট গননা কাল


দিনকয়েক আগেই ছিল, ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন। আগামীকাল ধূপগুড়ি উপ-নির্বাচনের

ভোট গননা। গননা শুরু হবে সকাল ৮ টায়।


এলাকার মোট ২৬০টি বুথে ভোটার সংখ্যা ২ লক্ষ ৬৯ হাজার ৪১৬ জন। পাহাড় লাগোয়া এই কেন্দ্রে এবার লড়াই ছিল ত্রিমুখী। হাড্ডাহাড্ডি লড়াই চলেছিল তৃণমূল, বিজেপি ও বাম-কংগ্রেস জোটের মধ্যে।


সূত্রের খবর, এবারে উত্তরবঙ্গের এই বিধানসভায় গননা কেন্দ্রের বাইরে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা। রয়েছেন কেন্দ্রীয় বাহিনী এবং সশস্ত্র পুলিশ কর্মীরাগননা কেন্দ্রের বাইরে ২০০ মিটারের মধ্যে সাধারনের প্রবেশ আটকাতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।


কমিশনের অনুমতি পত্র ছাড়া ভেতরে প্রবেশের উপর নিশেধাজ্ঞা জারি করা হয়েছে।


২০২১ বিধানসভা নির্বাচনে এ আসনে জয়ী হন বিজেপির বিষ্ণুপদ রায়। তাঁর মৃত্যুর পরই এই উপনির্বাচন। এই কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী করেছে কাশ্মীরের মৃত জওয়ানের স্ত্রী তাপসী রায়কে। তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্মলচন্দ্র রায়। বাম-কংগ্রেস জোট প্রার্থী ভাওয়াইয়া গানের শিল্পী তথা শিক্ষক ঈশ্বরচন্দ্র রায়।


উল্লেখ্য, উপনির্বাচনের মাত্র দু'দিন আগে ২০২১-এর ভোটে পরাজিত তৃণমূল প্রার্থী মিতালি রায় যোগ দেন বিজেপিতে। শেষমেষ কার দখলে যাবে ধূপগুড়ি বিধানসভা?


উত্তর মিলবে কাল।


Comments


bottom of page