top of page

ডেঙ্গি পরিস্থিতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনলাইন ক্লাসের

Writer's picture: Ruchika Mukherjee, WTNRuchika Mukherjee, WTN

ডেঙ্গি পরিস্থিতির আরো অবনতি ঘটছে যাদবপুর বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায়।যাদবপুরে গত তিনদিনে ১২ জনের ডেঙ্গি হয়েছে। এখনো পর্যন্ত ১৫ জন পড়ুয়ার জর হয়েছে। গত ১২ ঘণ্টায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ১০ জনের জ্বর হয়েছে। তার মধ্য ৬ জনের ডেঙ্গি হয়েছে বলেই বিশ্ববিদ্যালয় সূত্রে খবর।


সোমবার দুজন পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলেই জানা গেছে। সব মিলিয়ে তিনজন ডেঙ্গু আক্রান্ত পড়ুয়া এখনও পর্যন্ত হাসপাতালে ভর্তি। গত এক মাসে ৫০ এর উপরে ফিভার কেস রিপোর্টেড হয়েছে।


তার মধ্যে এখনো পর্যন্ত ৩৫ টি ডেঙ্গি আক্রান্ত এর ঘটনা।এই ছাত্ররা সকলেই বিভিন্ন ক্যাম্পাসের হোস্টেলে থাকেন বলেই বিশ্ববিদ্যালয় সূত্রে খবর।


পাশাপাশি স্টাফ কোয়াটারে ও কয়েকজনের ডেঙ্গি আক্রান্তের খবর মিলেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে যে হোস্টেলগুলি রয়েছে সেই হোস্টেলের পড়ুয়ারাই ডেঙ্গি আক্রান্ত হচ্ছেন।


যেহেতু ডেঙ্গি ক্রমশই ভয়াবহ আকার নিচ্ছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলগুলিতে তাই অনলাইনে ক্লাস করার প্রস্তাব বিশ্ববিদ্যালয়ের মেডিকেল বোর্ডের।

Comments


bottom of page