top of page

‘জওয়ান’ আসছে

রাত ফুরানোর অপেক্ষা। আগামীকাল সারা ভারতের সাড়ে চার হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাহ্রুখ খান অভিনীত ‘জওয়ান’ মুক্তি পাচ্ছে। হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, মালয়ালাম এবং কান্নাডা ভাষায় প্রদর্শিত হবে দক্ষিণ ভারতের চিত্রপরিচালক অ্যাটলি-র এই বহু-প্রতীক্ষিত ছবি


শুধু কলকাতা শহর নয়, উত্তর দিনাজপুর জেলার রাজধানী শহর রায়গঞ্জ কাঁপছে ‘জওয়ান’ জ্বরে। রায়গঞ্জে এসভিএফ সংস্থার কল্যাণী মাল্টিপ্লেক্সে এই সপ্তাহের প্রায় সব টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানাচ্ছেন সংস্থার ম্যানেজার মাণিক মণ্ডল।


শুধু তাই নয়। শাহ্রুখ খান অভিনীত ছবিটি দেখবার জন্যে রাত দুটোতে যে শো নির্ধারিত হয়েছে, তার টিকিট কিনতে বিন্দুমাত্র ইতস্তত করছেন না দর্শকেরা। অর্থাৎ, সারা রাত জেগে শাহ্রুখ খানকে দেখবার ধূম লেগেছে রায়গঞ্জেও। কল্যাণী মাল্টিপ্লেক্সের মালিক কৃষ্ণ কল্যাণীর আশা, ‘জওয়ান’ দারুন ব্যবসা করবে।


কলকাতার পার্শ্ববর্তী নিউ টাউনের নজরুলতীর্থে আগামীকাল ভোর পাঁচটায় ‘জওয়ান’ ছবির প্রথম শো। ভোর হলেই দর্শকদের লাইন পড়বে এই অভিজাত মাল্টিপ্লেক্সে। জানা যাচ্ছে, দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে শোয়ের কিছু বিভাগে টিকিট পিছু মূল্য হবে আড়াই হাজার টাকা!


প্রথমে সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’, আর এখন অ্যাটলি-র ‘জওয়ান’। ওটিটি-র জনপ্রিয়তা সত্ত্বেও যে দর্শক প্রেক্ষাগৃহ-মুখী হচ্ছেন, তাতে চিত্রনির্মাতা সহ বিতরক এবং প্রদর্শকেরাও আপাতত আশ্বস্ত।


‘জওয়ান’-এর আগে মনিশ শর্মার ‘ফ্যান’ (২০১৬), ফারাহ খান অভিনীত ‘ওম শান্তি ওম’ (২০০৭), ফারহান আখতার নির্দেশিত ‘ডন’ (২০০৬), যশ জোহর প্রযোজিত মহেশ ভাট নির্দেশিত ‘ডুপ্লিকেট’ (১৯৯৮) প্রভৃতি ছবিতে শাহরুখ খানকে দ্বৈত-চরিত্রে অভিনয় করতে দেখা গেছে।

Kommentare


bottom of page