মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেরণায় আগামী ৯ নভেম্বর, বৃহস্পতিবার, আলীপুর জেলা মিউজিয়ামে বিজয় সম্মেলনী আয়োজন করা হচ্ছে। বিজয় সম্মেলনীতে বিরোধী শিবিরের কয়েক জন নেতাও আমন্ত্রিত বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, এ বারের বিজয়া সম্মিলনীতে আমন্ত্রিত হয়েছেন রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এবং বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের কাছে। তবে তালিকায় নেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম।
তবে আমন্ত্রিতদের তালিকায় শুভেন্দুর অনুপস্থিতি দেখে বিস্মিত নন। ২০২০ সালের ডিসেম্বরে শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে। তারপর থেকে তাঁর সঙ্গে তৃণমূল নেতৃত্বের সম্পর্কের অবনতি হয়েছে। প্রথমে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হয় এবং তার পরে গত আড়াই বছরে বিধানসভায় তৃণমূল-বিজেপি পরিষদীয় দলের লড়াইয়ে সেই সম্পর্ক আরও নিম্নগামী হয়ে। আমন্ত্রণ পেলেও দিলীপ-সুকান্ত যে মুখ্যমন্ত্রীর বিজয়া সম্মিলনীতে যোগদান করবেন না, সে ব্যাপারে নিশ্চিত রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারা। তাঁদের বক্তব্য, দিলীপ-সুকান্ত বিজয়া সম্মিলনীতে এলে লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস-সিপিএম ‘সেটিং’ তত্ত্ব নিয়ে রব উঠতে পারে।
বিরোধী দলনেতাকে আমন্ত্রণ না জানানো নিয়ে এক সরকারি আধিকারিক জানিয়েছেন, এটি কোনও ‘পরিষদীয় কর্মসূচি’ নয়। তা-ই বিরোধী দলনেতাকে আমন্ত্রণ জানানোর অবকাশ নেই।
প্রতিবারই মুখ্যমন্ত্রীর বিজয়া সম্মিলনীতে উপস্থিত হন শিল্পপতি সহ বিভিন্ন ক্ষেত্রের বিখ্যাত ব্যক্তিরা। তবে বেশি জোর শিল্পপতিদের আমন্ত্রণেই দেওয়া হয়। কারণ, ওই অনুষ্ঠানেই নান্দীমুখ হওয়ার পরপরই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হয়। ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনকে আনুষ্ঠানিক আমন্ত্রণ বাড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার থেকে কর্পোরেশনের প্রতিনিধিরা আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়ার কাজ শুরু করবেন।
Comments