এশিয়ান গেমসে আরও এক সোনা জয় ভারতের। মিক্সড ডাবলসে সোনা পেলো রোহন বোপান্না ও রুতুজা ভোঁসলে।
ফাইনালে চাইনিজ তাইপের জুটির বিরুদ্ধে ২-৬ পিছিয়ে পড়ার পর দ্বিতীয় সেটে দারুণ কাম ব্যাক করেন রোহিনরা, জেতেন ৬-৩। এরপর সুপার টাইব্রেকারে ১০-৪ জিতে ভারতকে চলতি এশিয়াডে নবম সোনা এনে দিলেন ৪৩ বছরের রোহন বোপান্না এবং ২৭ বছরের রুতুজা।
অন্যদিকে, শনিবার ১০ মিটার এয়ার পিস্তল শুটিং থেকে রুপো জিতেছেন সরবজ্যোত সিং ও দিব্যা। এখনো পর্যন্ত শুটিংয়ে মোট ১৯ টি পদক জিতেছে ভারত। ছটি সোনা আটটি রুপো এবং পাঁচটি ব্রোঞ্জ।
コメント