top of page
Writer's pictureRuchika Mukherjee, WTN

এবার সুকান্ত সদলে যাচ্ছেন দিল্লি! তৃণমূলের পালটা কর্মসূচি নিতে মরিয়া বিজেপি

রাজধানীর দিল্লি সোম ও মঙ্গলবার হয়ে উঠতে চলেছে রাজনীতির মঞ্চ। তৃণমূলের কর্মসূচি আগেই ঘোষণা হয়েছিল। কর্মীরা সেই মতো বাসে করে রওনা দিয়েছেন। নেতা-মন্ত্রীরা রওনা দিয়েছেন বিমানে। দিল্লিতে তৃণমূলের এই সক্রিয় আন্দোলনকে রুখতে পাল্টা কর্মসূচি চাইছে বিজেপি।


এখন পর্যন্ত যে ঠিক হয়েছে তাতে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কয়েকজন সংসদকে নিয়ে আজ দিল্লি রওনা হবেন। তিনি একটি সাংবাদিক বৈঠক করবেন সোমবার দিল্লি থেকেই। রাজ্যের পাওনা বিষয়ে কেন্দ্রের কাছে দাবির প্রতিবাদ জানাতেই তৃণমূলের দিল্লি অভিযান।


কর্মসূচি চলার মধ্যেই রাজ্য বিজেপির সংসদরা পাল্টা বলতে চান, কোন অনিয়মের কারণে বাংলাকে বকেয়া টাকা কেন্দ্রের দেওয়া উচিত নয়।


সুকান্তরা যখন এই দাবি রাজধানীতে জানাবেন তখনই কলকাতার মেয়ো রোডে রাজ্য বিজেপির মহিলা মোর্চারা ধর্নায় বসবে সেখানে উপস্থিত থাকার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও।


প্রথমে দিল্লিতে তৃণমূল বিক্ষোভ সমাবেশের কথা বলল পরে ঠিক করা হয়েছে সোমবার মহাত্মা গান্ধীর সমাধিস্থলের শ্রদ্ধা জানানো হবে এবং মঙ্গলবার যন্তর মন্তরে হবে ধর্ণা।


এরপর তৃণমূল নেতা কর্মীদের মিছিল করে যাওয়ার কথা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহের দপ্তরের উদ্দেশ্যে। যদি ওনার সঙ্গে তৃণমূল নেতাকর্মীদের দেখা হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ, তিনি যে এই সময় দিল্লিতে থাকবেন না তা আগেই জানিয়ে দিয়েছেন।


দিল্লিতে সোমবার সুকান্তে না নেতৃত্বে রাজ্য বিজেপির সাংসদরা গেল ঠিক কি কর্মসূচি হবে তা দলের তরফ এখনো পর্যন্ত জানা যায়নি। গেরুয়া সূত্রে খবর, যে চারজন সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন তারা তো বটেই সঙ্গে কয়েকজন সাংসদও যেতে পারেন।


মেদিনীপুরের বিজেপি সংসদ দিলীপ ঘোষ দিল্লির কর্মসূচিতে যোগ দিচ্ছেন না। দিলীপ জানিয়েছেন, আগামী মঙ্গলবার তিনি দিল্লি গেল সেটা সংসদীয় কমিটির বৈঠকে যোগ দিতে।


বিজেপি সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ এবং রায়গঞ্জের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীও যেতে পারেন দিল্লিতে।


কলকাতার কর্মসূচি ইতিমধ্যেই চূড়ান্ত সোমবার বেলা ১১ টায় গান্ধী মূর্তির পাদদেশে মহিলা মোর্চার নেতৃত্বে অবস্থান কর্মসূচি শুরু হওয়ার কথা। মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র বলেন, "কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয় ছয় হয়েছে রাজ্যে এছাড়াও শাসকদলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে এসব কথাই আমরা বলবো।"


ফাল্গুনী আরও জানিয়েছেন, শুভেন্দু দুপুরের দিকে ধর্ণা মঞ্চে আসবেন।

Commentaires


bottom of page