top of page

ইসরায়েলি বাহিনীর দাবী তারা গাজা শহরকে দুই ভাগে ভাগ করেছে

Trisha Roy, WTN


ইসরায়েলি বাহিনীর দাবি, তারা গাজা শহরকে সম্পূর্ণরূপে ঘিরে ফেলেছে এবং অবরুদ্ধ উপকূলীয় স্ট্রিপকে দুই ভাগে ভাগ করেছে। এখন আক্রমণ চালানো হচ্ছে উত্তর গাজায়। যেখানে হামাস শক্তিশালী।


ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি রবিবার সাংবাদিকদের বলেন, “এখন গাযা দু টুকরো। উত্তর গাজা এবং দক্ষিণ গাজা।” এটিকে হামাস-ইসরায়েল যুদ্ধের একটি "গুরুত্বপূর্ণ পর্যায়" বলেও অভিহিত করেছেন তিনি। ইসরায়েলি মিডিয়া থেকে জানা গেছে, ৪৮ ঘণ্টার মধ্যে ইসরায়েলি সেনারা গাজা শহরে প্রবেশ করবে। রাত নামার পর থেকেই উত্তর গাজায় একটানা শক্তিশালী বিস্ফোরণ প্রত্যক্ষ করেছে গোটা বিশ্ব।


প্রথম গাজা বিভ্রাট ৩৬ ঘন্টা এবং দ্বিতীয়টি কয়েক ঘন্টা স্থায়ী হয়েছিল। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার মুখপাত্র জুলিয়েট তোমা বলেছেন, "আমরা UNRWA টিমের বেশিরভাগ সদস্যের সাথে যোগাযোগ হারিয়ে ফেলেছি,"।


গাজা জুড়ে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন। সামরিক আক্রমণের কোন তথ্যই মিলছে না। ইজরায়েল আক্রমণের কোন তথ্য ক্রমশ আরও জটিল হয়ে যাচ্ছে। ইন্টারনেট অ্যাক্সেস অ্যাডভোকেসি গ্রুপকে NetBlocks.org ফিলিস্তিনি টেলিকম কোম্পানি প্যালটেল ( paltel,ps ) এ কথা জানিয়েছেন।

রবিবার সকালে ইসরায়েলি যুদ্ধবিমান দুটি কেন্দ্রীয় গাজার শরণার্থী শিবিরে হামলা চালায়। কমপক্ষে ৫৩ জন নিহত এবং কয়েক ডজন সাধারণ মানুষ আহত হয়েছেন। প্যালেস্তাইনের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।


প্রায় এক মাসের এই যুদ্ধে ভূখণ্ডে ৯৭০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং তাদের মধ্যে ৪,000 এরও বেশি শিশু, ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের খবর। ইসরায়েলি সৈন্যরা ঘন, শহুরে পাড়ায় অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যুর সংখ্যা বাড়বে বলে অনুমান ।


মাগাজি শরণার্থী শিবিরে বিমান হামলায় কমপক্ষে ৪0 জন নিহত এবং ৩৪ জন আহত হয়েছে । সব মিলিয়ে আগামী কয়েক দিনে গাজ়ার পরিস্থিতি আরও মারাত্মক হয়ে উঠতে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে।



Comments


bottom of page