শনিবার রাতে রাজ্যপালের দুটি চিঠি পাঠানো নিয়ে শুভেন্দু অধিকারী বললেন, 'চিঠির বিষয়বস্তু প্রকাশ্যে আনুন মুখ্যমন্ত্রী। আমি বিরোধী দলনেতা হিসেবে ওনার কাছে আবেদন ও দাবি জানাচ্ছি।'
তবে এখানেই শেষ নয়, শুভেন্দুর অধিকারী বলছেন দেশে একটি সফল জি টোয়েন্টি সামিট হয়েছে । এটি মোদি সরকারের সাফল্য। শুভেন্দির বক্তব্য 'দেখ তো, একটা সফল জি২০ হল। এই বিরাট সাফল্যের জন্য মোবাইলের আলো জালান। শুশাসন ও মোদি সরকারের জনকল্যানের প্রচারে আগামী তিনমাস ব্যাপী ১০০০টি সভা হবে রাজ্যজুড়ে। সঙ্গে মমতা সরকারের অপশাসন তুলে ধরা হবে মানুষের সামনে।'
এর পর ধুপগুড়ির হার নিয়েও মুখ খোলেন বিরোধী দলনেতা। শুভেন্দুর মন্তব্য , ' বিচলিত হবেন না ধূপগুড়ি নিয়ে। ৩০ হাজার লোক কম ভোট দেবে। আইপ্যাকের ১৮হাজার চাকরীর ফর্ম বিলি। আমাদের প্রচারকের সই নকল করে হোয়াটসঅ্যাপে ভুল প্রচার করেছে। আসল লড়াই ২৪এ'
বিরোধীদের জোটকেও কটাক্ষ শুভেন্দুর। জোট প্রসঙ্গে শুভেন্দু বলছেন, '২৬টা প্রধানমন্ত্রী দেশটাকে ২৬টুকরো করতে চায়। আমাদের একজন প্রধানমন্ত্রী ১ বছর আগে থেকে ঠিক হয়ে আছে। সমস্ত পরিবারবাদী, ভ্রষ্টাচারী। এরা ২জি থ্রিজি ফোর জি। ২জি কেকে? মমতা অভিষেক'
বামেদেরও এক হাত নেন শুভেন্দু। তার মন্তব্য, 'সিপিএম এখন? আমরা পার্থকে জেলে ঢোকালাম। আপনাদের নেতারা চোরদের রেখে দেওয়ার চেষ্টা করছেন। ফিসফ্রাই খাচ্ছে। সাবধান দঃ হাওড়ায় এখনও কিছু কমরেড আছে। নীচু তলার পুলিসকর্মীরা আইপিএসদের কথা শুনবেন না। সিভিক, আশাকর্মীদের টাকা বাড়ান। আমাদের টাকা লাগবেনা।'
বিরোধী দলনেতার পরতে পরতে রয়েছে রাজ্যের তৃণমূল ও বিরোধী জোটকে আক্রমণ । তবে রাজনৈতিক মহলের একাংশ বলছেন সবটাই রণনীতি, বিজেপির মনবল চাঙ্গা রাখার কৌশল।
Comments