ইডির তলবে হাজিরা দেবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিন অক্টোবর সিজিও কমপ্লেক্সে। তিনি এক্স হ্যান্ডেলে সরাসরি ঘোষণা করেছেন, সেদিন তিনি যোগ দেবেন দিল্লিতে দলীয় কর্মসূচিতে। তিনি সেখানে লিখেছেন, "আমি দিল্লির কর্মসূচিতে যোগ দেব পারলে আটকে দেখাও।" অভিষেকের এই চ্যালেঞ্জের পর এবার কি ইডির তলবে হাজিরা দেবেন অভিষেকের মা-বাবা?
ইডির তলব এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পর তার মা বাবাকে। পুত্রের দাবি লিপস অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টর হিসেবে তাদের জিজ্ঞাসাবাদে প্রয়োজন বলে মনে করেছেন গোয়েন্দারা।
নিয়োগ দুর্নীতির অভিযোগের তদন্তে একটার পর একটা পাতা উল্টোচ্ছে আর সামনে আসছে তোলপাড় করে দেওয়া সব তথ্য। এই নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহ কড়া কড়া প্রশ্ন করেছেন।
তিনি চেয়েছিলেন, লিপস অ্যান্ড বাউন্ডসের যারা ডিরেক্টর তাদের সম্পত্তির তালিকা। আরে কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তার মা লতা বন্দ্যোপাধ্যায় এবং বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কেও তলব করা হয়েছে।
তদন্তকারীরা মনে করছে এই সংস্থা নিয়ে তদন্তে তাদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন। আগের সোমবার লিপস অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টর দের সম্পত্তি নিয়ে কড়া পর্যবেক্ষণ দিয়েছিলেন বিচারপতি।
বিচারপতি অমৃত সিং ইডির রিপোর্টে লিপস অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টর দের তালিকা দেখে প্রশ্ন করেছিলেন, এক নম্বরে যার নাম রয়েছে ২০০১ সালের ৯ এপ্রিল থেকে এখনো পর্যন্ত তিনি যে ডিরেক্টর। তার সম্পর্কে কী তথ্য জোগাড় করেছেন? কোন তথ্য যাচাই হয়েছে? কেন করেননি?কে বাধা দিয়েছে? সুজয়কৃষ্ণ ভদ্র ২০১৬ সালের চাকরি ছেড়েছেন। আর এক নম্বরে যার নাম রয়েছে তিনি এখনো পদে আছেন। আপনাদের মনে হয়নি তার সম্পর্কে তথ্য যাচাই করা আগে প্রয়োজন ? চার নম্বরে যার নাম রয়েছে তার সম্পর্কে কি খোঁজখবর নিয়েছেন? কেন নেননি? আপনাদের কি মনে হচ্ছে না বিভিন্ন নথির মাধ্যমে যেভাবে তথ্য দিয়েছেন তাতে সত্যটা চাপা পড়ে যাচ্ছে, আর আসল সত্যটা সামনে আসছে না?
এই সন্দেহের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা-বাবাকেও দল করা হয়েছে বলে এই যে সূত্রে দাবি। ইতিমধ্যে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দাবি করেছেন, তিনি মঙ্গলবার ইডি-র দপ্তরে যাবেন না। তাঁর মা-বাবা কী করবেন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
Kommentare