top of page
Wrishita Mukherjee, WTN

রাতে ধর্না মঞ্চের ক্যাম্পেই অভিষেক, ফিরিয়ে আনছেন দু'দশক আগের স্মৃতি?

বলেছিলেন, রাজ্যপাল যতক্ষণ না কলকাতায় এসে তাদের সঙ্গে দেখা করছেন, ততক্ষণ তৃণমূল নেতৃত্ব রাজভবনের সামনেই বসে থাকবেন। কথা রাখলেন অভিষেক। বৃহস্পতিবার রাতে ধর্ণামঞ্চেই রাত কাটালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধর্ণামঞ্চের পিছনে তৈরি করা হয়েছিল, অস্থায়ী ক্যাম্প।


রাত এগারোটার পর বাকিরা ধর্নামঞ্চ থেকে চলে গেলও অভিষেক কিন্তু অস্থায়ী ক্যাম্পেই ছিলেন। ঠিক প্রায় দু দশক আগে যেভাবে ধর্মতলায় মেট্রো চ্যানেলে অনশন অবস্থানে বসে ছিলেন সেদিনের বিরোধী নেত্রী, সম্পর্কে অভিষেকের পিসি মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি আন্দোলনের পুনরাভিনয় হচ্ছে? ব্যাটন হাতে নেওয়ার আগে, নেত্রী পথেই হাটছেন অভিষেক? দলীয় সূত্রে খবর, শুক্রবার সকাল সাড়ে এগারোটা থেকে আবার সরগরম রাজভবনের সামনে অবস্থান মঞ্চ।


শুক্রবার সকাল থেকেই তৃণমূলের ধর্না মঞ্চের সামনে পুলিশি তৎপরতা। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। মঞ্চ আরও শক্তভাবে তৈরি করা হয়েছে। মজবুত ছাউনি বসানো হচ্ছে বৃষ্টি আটকাতে। ধর্না মঞ্চেই যাতে রাত কাটানো যায় করা হচ্ছে সেই ব্যবস্থাও। টাঙানো হয়েছে পর্দা। ঠিক দুই দশক আগে, মেট্রো চ্যানেলের মত। তবে তফাৎ একটাই সেদিন তৃণমূল ছিল বিরোধী আসনে। আর আজ শাসকের চেয়ারে। তবে, রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, রাজভবনের সামনে ধর্না-অবস্থান, তা-ও রাজ্যের শাসকদলের, এমন দৃষ্টান্ত এই রাজ্য দেখেছে বলে খুব একটা কেউই মনে করতে পারছেন না। এমনকি দেশের অন্যান্য রাজ্যেও এমন ছবি বিরল!

Comments


bottom of page