রবিবার রাতে প্যাসেঞ্জারে ট্রেনটি রায়গড়া যাচ্ছিল বিশাখাপত্তনম থেকে। সেখানেই ট্রেনটি ওভারহেডের তার ছিড়ে যাওয়ায় দাঁড়িয়ে পড়ে। এরপর তাতে এসে ধাক্কা মারে পালাশা এক্সপ্রেস। এই দুটি ট্রেনের ধাক্কায় ন'জন প্রাণ হারিয়েছেন। ১৮ জন আহত। রবিবার রাতে দুর্ঘটনা ঘটায় ওই লাইনের ট্রেন চলাচল এখন ব্যাহত হয়েছে। রবিবার রাতে রেল জানিয়ে দেয় সেই লাইনে কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে। কোনগুলি যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে।
বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। সেগুলোর মধ্যে রায়পুর বিশাখাপত্তনম প্যাসেঞ্জার স্পেশাল, বিশাখাপত্তনম রায়পুর প্যাসেঞ্জার স্পেশাল। কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে সেগুলোর মধ্যে হল হাওড়া সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস, হাওড়া বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস, টাটানগর এর্নাকুলাম এক্সপ্রেস, ভুবনেশ্বর- মুম্বাই কোনারক এক্সপ্রেস।
বিশাখাপত্তনম থেকে পালাশা যাচ্ছিল ট্রেনটি। অন্য ট্রেনটির ধাক্কার ফলে প্যাসেঞ্জার ট্রেনটির তিনটি কামরা লাইনচ্যুত হয়ে পড়ে। রেল কর্মীদের ভুল এই দুর্ঘটনা রেল সূত্রে জানা গিয়েছে। লোকো পাইলট সিগন্যাল দেখেননি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে রেল।
এদিকে ঘটনায় রেলকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা প্রশ্ন করেছেন, "কবে ঘুম থেকে জাগবে রেল?" অন্যদিকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইট করে জানিয়েছেন,ক্ষতিপূরণের কথা। যারা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তাদের কত টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে সেটি টুইট করে জানিয়েছেন। মৃতদের দেওয়া হবে ১০ লক্ষ গুরুতর আহতদের ২ লক্ষ এবং সামান্য যারা আহত রয়েছেন তাদের দেওয়া হবে ৫০,০০০ টাকা ক্ষতিপূরণ। এদিকে মৃতদের পরিবারদের সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডিও শোক প্রকাশ করেছেন।
Comments