প্রেমিকার সাথে ঝগড়া করে মাঝ গঙ্গায় ঝাঁপ প্রেমিকের। ঘটনাটি ঘটেছে জগদ্দল ফেরী ঘাটএবং চন্দননগর গঙ্গা ঘাটের মাঝখানে। ইতিমধ্যেই গঙ্গায় ঝাঁপ দেওয়ার পর থেকে নিখোঁজ যুবক। যুবকের নাম প্রমোদ চৌধুরী, বয়স ২২ বছর।
জানা গিয়েছে,প্রমোদ চৌধুরী ও সতীশ পাশওয়ান দুই বন্ধু তাদের বান্ধবীদের নিয়ে চন্দননগর ঘুরতে গেছিল। সেখান থেকে ফেরার পথে মাঝ গঙ্গায় প্রমোদ চৌধুরীর সাথে তার প্রেমিকার ঝগড়া বাধে।
তারপরেই আচমকা প্রমোদ চৌধুরী মাঝ গঙ্গায় ঝাপ দেয়। সঙ্গে সঙ্গে গঙ্গায় ঝাঁপ দিয়ে সতীশ পাশওয়ান তাকে বাঁচাতে গিয়েও ব্যর্থ হয়।
নিখোঁজ যুবকের বাড়ি জগদ্দল আর্য্যসমাজ এলাকায় সুগিয়াপাড়াতে। এই মূহুর্তে ডিজাস্টার ম্যানেজমেন্ট বাহিনী গঙ্গায় জোর তল্লাশি অভিযান চালাছে। তবে এখনও পর্যন্ত উদ্ধার করা যায়নি প্রমোদ চৌধুরী কে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ।
হঠাৎ কী কারণে মাঝ গঙ্গা থেকে ওই যুবক ঝাঁপ দিল সেই বিষয়েও পুলিশ সব দিক খতিয়ে দেখছে। ঘটনার মূল কারণ খুঁজতে তদন্তে নেমেছে পুলিশ।
Comments