২০২৩-এ চীনের হাংজাউ-তে অনুষ্ঠিত ১৯তম এশিয়ান গেমস-এ ভারত থেকে ৬৬৫ জন অ্যাথলেট মোট ৩৯টি খেলায় অংশগ্রহণ করছেন। গেমস-এর নবম দিনে ভারত মেডেলের হিসেবে চতুর্থ স্থানে অবস্থান করছে। ভারতের ঝুলিতে এখন অবধি রয়েছে ১৩টি সোনা, ২১টি রুপো এবং ১৯টি ব্রোঞ্জ সর্বমোট ৫৩টি পদক।
রবিবার ১লা অক্টোবর এশিয়ান গেমস আক্ষরিক অর্থেই ছিল ভারতের দিন। অদিতি অশোক পেলেন প্রথম রুপো। প্রথম ভারতীয় মহিলা গল্ফ খেলোয়াড় হিসেবে তাঁর এই আত্মপ্রকাশ স্মরণীয়। তার পরে বক্সিং, শ্যুটিং অ্যাথলেটিক্স এবং ব্যাডমিন্টন থেকে জিত হাসিল করলো ভারলের ক্রীড়াবিদরা।
অবিনাশ সাবলে এনে দিলেন সোনা, ৩,০০০ মিটার স্টিপলচেজে। তারপরেই তেজিন্দর তুর শটপাটে অন্য প্রতিযোগীদেরকে পিছনে ফেলে সোনার পদক অর্জন করলেন। অ্যাথলেটিক্স থেকে গতকাল ভারত অর্জন করলো আরো ৭টি পদক।
রাজেশ্বরী কুমারী, প্রীতি রজক, মনীষা কীর জিতে আনলেন রৌপ্য পদক, ট্র্যাপ প্রতিযোগিতায় জোরাওয়ার সিং সাধু, কিনান দারিয়ুস, পৃথ্বীরাজ টোন্ডাইমন ভারতকে এনে দেয় স্বর্ণ পদক।
রবিবার ছিল এশিয়ান গেমসে শ্যুটিং প্রতিযোগিতার শেষ দিন। ভারতীয় শ্যুটারের জয়জয়কার ঘোষিত হল।
রবিবারের শেষ হল মেনস ব্যাডমিন্টনে ভারতের রৌপ্য বিজয় দিয়ে।
আজ ২রা অক্টোবর, সোমবার মহিলা ডাবলস ব্যাডমিন্টনে সেমিফাইনালে খেলছেন ভারতের সুতীর্থা মুখার্জি এবং ঐহিকা মুখার্জি ।
Comments