ইডেনে সাধারণ মানুষদের জন্য টিকিট নেয়, টিকিটের কালো বাজারি রুখতে কলকাতা পুলিশ তৎপর
- Ruchika Mukherjee, WTN
- Nov 2, 2023
- 1 min read

বিশ্বকাপে টিকিটের কালোবাজারি রুখতে অতি তৎপর কলকাতা পুলিশ,দফায় দফায় বিভিন্ন জায়গায় চলছে ঝটিকা তল্লাসি অভিযান,ইতিমধ্যেই টিকিট চড়া দামে বিক্রি করতে গিয়ে পাকড়াও ২,
ভিন রাজ্য থেকে এই রাজ্যে এসে হোটেল ভাড়া নিয়ে ব্যাটিং চক্র চালাতে গিয়ে গ্রেফতার ২ ।
তার মধ্যেই এক ব্যক্তির ময়দান থানায় লিখিত অভিযোগ এর ভিত্তিতে ময়দান থানায় ডেকে পাঠানো হয়েছে BCCI, CAB ও অনলাইন টিকিট বিক্রয়কারী সংস্থার প্রতিনিধি দের ।
৫ তারিখ ইডেনে হাইভোল্টেজ ম্যাচের আগে যাতে এই ধরণের কালোবাজারি এড়ানো যায় সেই নিয়ে অভিযান চলবে খবর কলকাতা পুলিশ সূত্রে ।
Comments