শনিবার রাত্রিবেলা হুগলী জেলার পাণ্ডূয়ার জয়পুরের জিটি রোডের ধারে দাঁড়িয়েছিলেন বছর উনিশের এক যুবতী। অভিযোগ, সেই সময় তৃণমূল যুবনেতা এসে জোর করে তাঁকে গাড়িতে তোলেন।
এবং প্রায় ছয় কিলোমিটার দূরে সিমলাগড়ে গাড়ি দাঁড় করিয়ে শ্লীলতাহানি করেন।
যুবতীর চিৎকারে এলাকায় স্থানীয় বাসিন্দারা সেখানে আসেন। টহলরত পান্ডুয়া থানার পুলিশকে খবর দেওয়া হয়। তাঁরাই সেই রাতে উদ্ধার করেন যুবতীকে।এরপর গ্রেফতার হয় অভিযুক্ত যুব নেতাকে।
পাণ্ডূয়ার প্রাক্তন বিধায়ক তথা সিপিআইএম নেতা আমজাদ হোসেন বলেন, "তৃণমূল যুব নেতা একটি মেয়েকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিল। এলাকার লোকজন মেয়েটিকে উদ্ধার করে। পুলিশ খবর পেয়ে খুব ভাল কাজ করেছে। মেয়েটিকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।"
যুবতীর দাদু বলেন, “আমি বাড়িতে ছিলাম। পাড়ার একটি ছেলে এসে ডেকে বলল থানায় যেতে। থানায় গিয়ে দেখি নাতনি বসে আছে। ঘটনা শুনে অফিসারকে বললাম যা করলে ভাল হয় করুন।”
যুবতীর দাদুর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় যুবনেতাকে । রবিবার তাঁকে পেশ করা হয় চুঁচুড়া মহকুমা আদালতে।
Comentarios