সোমবার রাতে হরিদেবপুর ব্যানার্জী পাড়ায় একজন মহিলা তার নিজের গায়ে আগুন লাগায়। দ্বগ্ধ অবস্থায় তার প্রেমিকের বাড়িতে যান ওই মহিলা। স্থনীয়রা দৃশ্য দেখে খবর দেয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ পৌছায়ে। ৪৫ বছরের ওই মহিলা গুরুতর জখম হয়। তাকে তড়িঘড়ি এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরু হয় ওই মহিলার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুবীর বিশ্বাস নামের এক ব্যক্তির সাথে বিবাহ-বহির্ভূত সম্পর্কে ছিলেন মহিলা। মহিলাটির বাড়ি ভবানীপুরে। তার একটি ২০ বছরের ছেলে আছে। সুবীরের সাথে তার স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হয়। তিনি হারিদেবপুরে বাড়িতে একাই থাকেন।
মহিলার বয়ান রেকর্ড করে পুলিশ। বয়ান অনুযায়ী মহিলার প্রেমিক তাদের একান্ত মুহূর্তের ছবি ইন্টারনেটে ভাইরাল করে দেবে বলে হুমকি দেয়। তার জেরেই তিনি গায়ে আগুন লাগিয়ে সুবীরের বাড়িতে যান।ঘটনার পর থেকে হারিদেবপুরের বাড়িতে সুবীরকে খুঁজে পাওয়া যায়নি। তদন্তকারীরা মহিলার ময়নাতদন্তের রিপোর্ট আসার অপেক্ষা করছে।
Commenti