এশিয়ান গেমসে নয়া ইতিহাস স্থাপন করলেন ভারতীয় মহিলা ক্রিকেট দল। বাংলাদেশকে গো-হারান হারিয়ে ফাইনালে নিজেদের জায়গা পাকাপাকি করলেন হারমানপ্রীত কাউরদের ভারতীয় মহিলা ক্রিকেট দল।
রবিবার, ২৪শে সেপ্টেম্বর সেমিফাইনালে টসে জেতার পর ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশি অধিনায়ক নিগার সুলতানা। তবে ভারতের তেজি বোলারদের সামনে দাঁড়াতে পারেনি বাংলাদেশের প্লেয়াররা।
মাত্র ১৭.৫ ওভারে ৫১ রানে অলআউট হয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশ। ৪ উইকেট নিয়েছেন শুধু পূজা ভাস্ট্রাকার-ই। বাংলাদেশের অধিনায়ক সুলতানা শুধুমাত্র ১২ রান করি ব্যাক টু প্যাভিলিয়ন।
ভারতের এই জয় পদক আনার আশা জাগিয়ে আনন্দে ভরিয়ে দিচ্ছে ১৪০ কোটি ভারতবাসীকে। জয় হোক ভারতের।
Comments