অক্টোবরের শেষ। বাংলা ক্যালেন্ডারে কার্তিক মাস। হেমন্তের নিয়ম মেনেই সকাল সন্ধ্যা, বাতাসে হালকা ঠাণ্ডার আমেজ। হাওয়া অফিস জানাচ্ছে, বহুদিন বাদে, প্রকৃত হেমন্তের আগমনী দেখছে বাংলা। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা কম থাকবে আগামী কয়েকদিন। আলিপুর আবহাওয়া সূত্রে খবর রাজ্যে উত্তরের হাওয়া ঢুকতে শুরু করেছে তাই এই ঠান্ডার আমেজ। ঠান্ডার আমেজ থাকলেও এখনই শীত রাজ্যে আসছে না। আগামী দু'দিনে রাজ্যের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে। এখন তাপমাত্রা কমলেও কিছুদিন পর থেকে আবার তাপমাত্রা বাড়তে পারে।
আলিপুর আবহাওয়া সূত্রে খবর রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। অন্যদিকে শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবারের থেকে রবিবার ২ ডিগ্রী তাপমাত্রা কমেছে। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি।
দার্জিলিং : সর্বোচ্চ তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস।
কালিম্পং : সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস।
কোচবিহার : সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ সেলসিয়াস।
জলপাইগুড়ি : সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুরদুয়ার : সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।
Comments