আবহাওয়া দফতর জানিয়েছিল পুজো কাটতেই রাজ্যের বিভিন্ন জেলাতে ফিরবে শীতের আমেজ। সেই মতো তাপমাত্রা কমেছে অনেক জেলাতেই। এবার ধীরে ধীরে কমবে জলীয় বাষ্পের পরিমাণ। বাড়বে শীতের আমেজ।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আজকে কলকাতায় সম্ভবত মেঘলা আকাশই থাকবে। দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩° সেলসিয়াস। গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫° সেলসিয়াস। আগামী পাঁচ দিন এরকম ঠান্ডা আমেজই থাকার পূর্বভাস পাওয়া যাচ্ছে আবহাওয়া দপ্তর থেকে।
পুজোর সময়েই বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। নবমীতে বৃষ্টিতে ভিজেছে কলকাতা, পুজোর শেষের দিকে বৃষ্টি হবে কিনা তা নিয়েও আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বাংলায় সেই অর্থে ভারী বৃষ্টি হয়নি।
শিলিগুড়ি : সর্বোচ্চ তাপমাত্রা ৩১° সেলসিয়াস, সর্বনিম্ন থাকবে ২৭°সেলসিয়াস। আকাশ পরিস্কার থাকবে।
দার্জিলিং : আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৮ ডিগ্রি সেন্টিগ্রেড।
কালিম্পং : আকাশ পরিষ্কার থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রী সেন্টিগ্রেড।
জলপাইগুড়ি : সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেন্টিগ্রেড। হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আলিপুরদুয়ার : আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস।
কোচবিহার : আজ সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস।
ডুয়ার্স : সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।
উত্তর দিনাজপুর : সর্বনিম্ন তাপমাত্রা ৯.৯ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণ দিনাজপুর : সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। আকাশ পরিষ্কার থাকবে।
Comentarios