আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৩-৪ দিনে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কুড়ি ডিগ্রির নীচে নামতে পারে। আপাতত উত্তর ও দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আবহবিদরা জানাচ্ছেন বাতাসে জলীয়বাষ্প ক্রমশ কমবে। উত্তর-পশ্চিম ও উত্তরের শুকনো হাওয়া প্রভাব বিস্তার করবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে জেলায় জেলায় শীতল উত্তুরে হাওয়ায় শীতের আমেজ বোঝা যাবে। ইতিমধ্যেই শীত জানান দিচ্ছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে সকাল ও সন্ধ্যা শীতের আমেজ ক্রমশ বাড়বে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন-চার দিনে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। শীতের আমেজ ক্রমশই বাড়বে বিশেষ করে রাতে তাপমাত্রা অনেকটাই কমে যাবে। মনে করা হচ্ছে এখন কলকাতায় সকাল সন্ধ্যা মনোরম আবহাওয়াই থাকবে বলে। বেলা বাড়লে দুই-এক দিন জলীয় বাষ্প থাকার কারণে সামান্য অস্বস্তি হতে পারে। শীতের আমেজ বাড়ার সঙ্গে সঙ্গে জলীয়বাষ্প ক্রমশ কমবে। আপাতত আগামী সাত দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কালীপুজোতে থাকবে হালকা শীতের অনুভূতি। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস।
আজ উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা কেমন?
দার্জিলিং : সর্বোচ্চ তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস।
কালিম্পং : সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস।
কোচবিহার : সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ সেলসিয়াস।
জলপাইগুড়ি : সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুরদুয়ার : সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস।
আজ দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা কেমন?
বাঁকুড়া : সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস।
বর্ধমান : সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।
মেদিনীপুর : সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
পুরুলিয়া : সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস।
নদিয়া : সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
Comments