top of page
Writer's pictureJaita Chowdhury, WTN

‘আমি শেষ পর্যন্ত এই লড়াই লড়ব!’ মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি রাজ্যপালের



ফের সুর চড়ল রাজ্য-রাজ্যপাল সংঘাতের। নাম না করেই মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বললেন,‘‘আমি শেষ পর্যন্ত এই লড়াই লড়ব!’’


বেশ কিছুদিন ধরেই রাজ্যের উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়গুলিতে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করছিলেন আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তাঁদের মধ্যে ৫ জন উপাচার্য পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে এদিন জানিয়েছেন রাজ্যপাল।


তাঁর অভিযোগ, ‘‘ইস্তফা দেওয়া ভিসিদের কেউ কেউ আমায় বলেছেন, টেলিফোনে তাঁদের হুমকি দেওয়া হয়েছে। এক জন সিনিয়র আইপিএস অফিসার এটা করিয়েছেন। চাপের মুখে পাঁচ জন ভিসি ইস্তফা দিয়েছেন। কেন? কেন? কেন?’’


প্রসঙ্গত, রাজভবন বনাম বিকাশ ভবন দ্বন্দ্বে নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায়। দু'দিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষক দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে প্রয়োজনে বিশ্ববিদ্যালয়গুলিকে অর্থনৈতিক বাধা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন।


মুখ্যমন্ত্রী বলেছিলেন,‘‘যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওঁর (রাজ্যপাল) কথা শুনে চলবেন, তাঁদের জন্য আমি অর্থনৈতিক বাধা তৈরি করব। আমি দেখি, কী করে আপনি মাইনে দেন!’’ প্রয়োজনে রাজভবনের সামনে ধর্না দিতেও পিছপা হবেন না তিনি বলে জানান মুখ্যমন্ত্রী।


তাঁর বক্তব্যের পালটা জবাবে রাজ্যপাল বলেন,‘‘রাজ্যের উচ্চশিক্ষা দফতর যাঁদের ভিসি হিসাবে নিয়োগ করেছিল, তাঁদের আমি সরিয়ে দিয়েছি। ওই নিয়োগকে হাই কোর্ট বলেছে ভুল। আমায় ঠিক বলেছে। যাঁদের রাজ্য সরকার ভিসি হিসাবে নিয়োগ করেছিল, তাঁদের কেউ দুর্নীতিগ্রস্ত, কেউ ছাত্রীকে হেনস্থা করেছেন, কেউ দলের লোক। আমি তাঁদের সরিয়ে দিয়েছি।’’ রাজ্যপালের আরও দাবি, আচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়গুলিকে হিংসা ও দুর্নীতিমুক্ত করতে চান তিনি। কিন্তু রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর তাঁর কাজে বাঁধা দিচ্ছে।

Comments


bottom of page