মঙ্গলবার ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামছে। তার আগে সোমবার রেকর্ড রান করে জয়ী হলেন ভারত।
এশিয়া কাপের সুপার ফোরের, পাকিস্তানকে ২২৮ রানে হারিয়ে জয়ী ভারত। রবিবার বৃষ্টির জন্য ২৪.১ ওভারের পর, সোমবার খেলা হয়ে। পর পর তিনদিন ভারতীয় দলকে মাঠে নামতে হচ্ছে। আজ বৃষ্টির জন্য কতদূর খেলাটা সম্ভব হয়ে তাই দেখার বিষয়।
পরপর খেলার জন্য কি কোন খামতি দেখা পাওয়া হবে ভারতীয় দলের মধ্যে ? এছাড়া শ্রীলঙ্কার গরমে রোজদিন খেলাতে কি ক্রিকেটারদের ক্লান্তি করছে ?
স্কোর কার্ডে নজর রাখলে, দেখা মিলছে ভারত সর্ব প্রথম স্থানে রয়েছে। দ্বিতীয়, শ্রীলঙ্কা। আজকের খেলায় ভারত জিতলে ফাইনালে স্থান পাবে। ভারতীয় দল নিয়মিত টেস্ট ম্যাচ খেলে। তা একটা সুবিধা ক্রিকেটারদের জন্য।
コメント