top of page

মেচেদার প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্ত্রী খুন, তদন্ত চালাচ্ছে দত্তপুকুর থানার পুলিশ


পূর্ব মেদিনীপুরের মেচেদার বাসিন্দা প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্ত্রী বেবিরানি সর্দার অপারেশনের পর মেয়ে দেবযানী সর্দারের বাড়ি দত্তপুকুরের ব্যায়াম সমিতিতে এসে ছিলেন। ১২ বছরের নাতনিকে নিয়েই ঘুমাতেন তিনি। রবিবার ভোরে মেয়ের বাড়িতেই খুন হন বেবিরানি। সূত্রের খবর, তাঁর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় বিছানায়।


পরিবার সূত্রে খবর,তাঁর মুখে হাতুড়ি দিয়ে থেঁতলে খুন করা হয়েছে । দত্তপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় প্রতিবেশী যুবক অনুপ দাসকে গ্রেপ্তার করল দত্তপুকুর থানার পুলিস।


পুলিশ তদন্তে একটি মোবাইল উদ্ধার হয়।অবশেষে খুনের অভিযোগে পুলিসের জালে অভিযুক্ত অনুপ দাস। অভিযুক্ত অনুপ দাস এই ঘটনা ঘটিয়েছে দাবি পুলিস কর্তাদের।শনিবার তাকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে বারাসত আদালতে পাঠাচ্ছে পুলিস। তবে এখনও পর্যন্ত জানা যায়নি কী কারনে দেবযানী সরদারের মাকে খুন করেছে অনুপ দাস?


তবে প্রশাসন তদন্ত চালিয়ে যাচ্ছে।

Comments


bottom of page