তৃণমূলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে হেনস্থা হওয়ার অভিযোগ তুলে নিজেই ইস্তফা নিতে চাইলেন কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজর অধ্যক্ষ পঙ্কজ রায়। তিনি জানিয়েছেন পরিচালন সমিতির সভাপতি কাছে তিনি তাঁর ইস্তফার কথা জানিয়ে চিঠি দিয়েছেন।
অধ্যক্ষের এই অভিযোগ অবশ্য তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ উড়িয়ে দেয়। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, বিজেপির কাছে কিছু বেশি সুযোগ-সুবিধা পাবার আশায় অধ্যক্ষ মিথ্যে অভিযোগ করছেন ।
কলেজের অধ্যক্ষ পঙ্কজ রায়ের রাজনৈতিক বিশ্বাস এবং আচরণ নিয়ে আগেও কথা উঠেছে। গত আট বছর ধরে তিনি যে একই পদে রয়েছেন সেই কথাও মনে করিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ।
তাদের বক্তব্য, হেনস্থা হিসেবে অধ্যক্ষ যা বলছেন, তা আসলে একটি দাবি। কলেছে ভর্তির সময়ে যে টাকা নেওয়া হয়, তাতে ছাড়ের দাবি জানায় ছাত্ররা গত বৃহস্পতিবার দিন।
অন্যদিকে, অধ্যক্ষ অভিযোগ করেন যে তাঁকে একটি ঘরে আটকে রেখে অশালীন আচরণ করা হয়। তাঁর কথায়, "প্রতিনিয়ত হেনস্থা করা হচ্ছে নানান বিষয় নিয়ে। কলেজ শিক্ষার পরিবেশকে হেনস্থা করা হচ্ছে প্রতিনিয়ত। আমার সুগার, প্রেসার রয়েছে। এই পরিস্থিতিতে আমি মানসিক চাপ নিতে পারছিনা।"
কলেজের নিয়মের কথা জানিয়ে অধ্যক্ষ বলেন, “যে পড়ুয়ারা কোনও সেমিস্টারে ফার্স্ট ক্লাস পায়, তাঁদের ক্ষেত্রে আমরা পরবর্তী সেমিস্টারে টিউশন ফি নিই না। আর যে ছাড়ের জন্য বলা হচ্ছে, তা আমরা দিই ফর্ম ফিল-আপের সময়।”
যে ছাত্ররা তাঁকে ‘হেনস্থা’ করছেন, তাঁরা ছাড় পাওয়ার প্রাথমিক শর্ত হিসাবে স্থানীয় জনপ্রতিনিধির স্বাক্ষরিত আয়ের শংসাপত্র দাখিল করেননি বলে অভিযোগ অধ্যক্ষের।
Comentarios