top of page

OMR জালিয়াতি মামলায় মানিকের বিরুদ্ধে তদন্ত স্থগিত কেন?

Writer's picture: Jaita Chowdhury, WTNJaita Chowdhury, WTN

প্রাথমিক টেটের ওএমআর শিট নষ্ট মামলায় কেন মানিক ভট্টাচার্যকে জেলে গিয়ে জেরা করছে না সিবিআই? সোমবার সিবিআই-কে সেই প্রশ্নে বিঁধলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।


বিচারপতি গঙ্গোপাধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে মনে করিয়ে দিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মানিকের বিরুদ্ধে কোন কড়া পদক্ষেপ না নেওয়া হলেও তাঁকে জিজ্ঞাসাবাদে কোনো বাধা- নিষেধ নেই।


সোমবার ওএমআর দুর্নীতি প্রসঙ্গে আদালত সিবিআইকে প্রশ্ন করে, পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে কেন দুর্নীতির তদন্ত স্তব্ধ হয়ে গেছে? সেই মামলার তদন্তে কতটা অগ্রগতি হয়েছে সেই বিষয়ে আগামীকাল দুপুর দুটোর মধ্যে বিস্তারিত আপডেট তলব করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।


প্রসঙ্গত শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছিলেন প্রসাদ সভাপতি মানিক ভট্টাচার্য। মানিকের। বিরুদ্ধে ওঠে চাঞ্চল্যকর অভিযোগ। ওএমআর শিট নষ্ট করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।


২০১৪ সালের টেটে ওএমআর শিট কার নির্দেশে নষ্ট করা হয়েছিল সেই বিষয়ে মানিকের কাছে হলফনামা পেয়েছিল আদালত। কিন্তু আদালত তার উত্তরে সন্তুষ্ট হয়নি। এরপরই মানিকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয় আদালত।


হাইকোর্টের মামলাকে চ্যালেঞ্জ জানিয়ে এরপর সুপ্রিম কোর্টের নির্দেশ দেয় উচ্চ আদালত।


সুপ্রিম কোর্টের নির্দেশ এই মামলায় মানিকের বিরুদ্ধে আপাতত কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না।

Comments


bottom of page