top of page

বিজেপি কর্মীরা কেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বিরুদ্ধে দুঃসাহস দেখালো?


কয়েকদিন আগে বিজেপির বাঁকুড়া জেলার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে তালা বন্ধ করে বিক্ষোভে ফেটে পড়েছিলেন। এবার সেই কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় নেমে টায়ার জ্বালিয়ে দিল বিজেপির কর্মীরা। তৃণমূল এবার বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব দেখে সতর্ক হয়ে যাচ্ছে.


লোকসভা ভোটের আগেই প্রকট হচ্ছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। আবারও প্রকট হচ্ছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার ও সুনীল রুদ্র মণ্ডল নিচুতলার বিজেপির কর্মীদের ক্ষোভ।


দল ও সংগঠন চালানোর ক্ষেত্রে সুভাষ সরকার ও সুনীল রুদ্র মণ্ডল একসঙ্গে নিজেদের সমর্থকদের আলাদা করে নিয়ে দল চালাচ্ছেন। এমন অভিযোগ নিয়েই বিজেপি-র বিক্ষুব্ধ কর্মীরা ঘরে তালাবন্ধ করে রেখে নিজেদের ক্রোধ প্রকাশ করেন।


বিজেপির সংসদ সুভাষ সরকার ও জেলা সভপতি সুনীল রুদ্র সালতোড়ায় বিক্ষোভে নামলেন বিজেপি কর্মীদের একাংশ। বিক্ষোভকারী বিজেপি কর্মীদের দাবি। সদ্য শেষ হওয়া গ্রাম পঞ্চায়েতে শালতোড়া ব্লকে বুক চিৎিয়ে লড়াই করছেন বিজেপি কর্মীরা। বারবার তারা আক্রান্ত হচ্ছে শাসকদলের কাছে।


এর ফলে এলাকার বিজেপি বিধায়ক চন্দন বাউরীকে তারা পাশে পেলেও পাশে পাননি সংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারকে। অভিযোগ এখন অব্দি শেষ নয়, বিজেপি কর্মীদের দাবি মণ্ডল সভাপতি সহ সংগঠনিক বিভিন্ন পদে রদবদলের সুভাষ সরকার ও সুনীল রুদ্র মণ্ডল স্থানীয় পদের কর্মীদের মতামতকে গুরুত্ব দেননা। নিজেরাই নিজেদের মতো করে দল পাকিয়ে ঘোঁট করে সব সিদ্ধান্ত নিয়েছেন।


এইভাবে দলকে নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ না হলে জেলা জুড়ে আন্দোলন তীব্রভাবে চলবে। এটাই জানিয়েছেন বিজেপির কর্মীরা।


তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, "নির্বাচনের ফলাফলই প্রমাণ করেছে বিজেপির কোনো অস্তিত্ব নেই এলাকায়। হাতেগোনা যে কজন কর্মী রয়েছে তাদেরকে একদল করে কাজ করাই উচিত। তা না করলে এভাবেই বিজেপি শেষ হবে।"

Comments


bottom of page