উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার? বড় প্রশ্ন
- WTN বাংলা নিউজডেস্ক
- Sep 11, 2023
- 1 min read
রথীন বন্দ্যোপাধ্যায়কে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিযুক্ত করেছেন রাজ্যপাল। তিনি জানান, শিক্ষা জগতে রাজনীতিকরণ পছন্দ করেন না।

উপাচার্য দাবি করেন, তিনি বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী, আচার্যের দ্বারা নিয়োগ হয়েছেন। আরও বলেন, তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে শিক্ষক হিসেবে কাজ করেছেন বহুদিন। আগামীদিনেও বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করবেন তিনি।
এবার প্রশ্ন উঠছে তিনি কার উপাচার্য ? মুখ্যমন্ত্রী নাকি রাজ্যপালের ? তিনি কার হয়ে কাজ করবেন?
রাজ্য বনাম রাজভবনে উপাচার্য নিয়োগ নিয়ে লড়াই তুঙ্গে। আচার্য তথা রাজ্যপাল নিজের ক্ষমতা ব্যবহার করে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করে। তা নিয়ে রাজ্য রাজনীতির যুদ্ধ চলছে।
মুখ্যমন্ত্রী বলেছিলেন, তিনি অর্থনৈতিক বাধা হয়ে দাঁড়াবে। আচার্য দ্বারা অন্তর্বর্তী উপাচার্যদের উপর। সে কথাকে পাত্তা দেয়নি বোস রাজ্যপাল।
তাহলে কি আচার্য দ্বারা নিয়োগ উপাচার্যদের বেতন দেওয়া হবে না? রথীনবাবু জানায় তার উত্তর আমরা পরের মাসে বেতনের দিন বুঝতে পারবো।
コメント