মহিষাদলের রাজবাড়ির প্রাচীন রাজ প্রাসাদকে ঘিরে রেখেছে বিঘার পর বিঘা জমি। তবে অবৈধভাবে দখল নিতে আসছে মহিষাদলের রাজবাড়ি, বেআইনিভাবে বাড়ির কাজ চলছে। এই অভিযোগ জমা পড়েছে হলদিয়ার মহকুমাশাসকের কাছে। খবরটি ছড়িয়ে যেতেই গোটা এলাকা জুড়ে হইচই শুরু হয়েছে।
মহিষাদল এর রাজবাড়িতে শুধুই রাজ্যের পর্যটন দপ্তরের নিয়ন্ত্রণাধীন জায়গা জমি রয়েছে তা নয়, সেখানে রাজ পরিবার এবং দেবোত্তর সম্পত্তিও রয়েছে। শোনা গিয়েছে, রাজবাড়ীতে অবৈধভাবে দোকানপাট বাড়িঘর নির্মাণের কাজ চলছে, যা নিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসীরা। শুধু এলাকাবাসীরাই নয়, রাজনৈতিক দলগুলিও এই নিয়ে প্রশ্ন তুলেছে।
এর পর এই বিষয়টি নিয়ে অভিযোগ আকারে হলদিয়ার এসডিও--র কাছেও জমা পড়েছে। হলদিয়ার মহকুমাশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় জানিয়েছেন এই নিয়ে সঠিক তদন্ত করা হবে।
এবার রাজনৈতিক দলের কর্মীরা একের পর এক বিক্ষোভ জানাতে শুরু করেছে। বিরোধীরাও অভিযোগ করেছে যে বেআইনিভাবে রাজবাড়ী ভাঙা হচ্ছে পুলিশের কোনো অনুমতি ছাড়াই।
ইতিমধ্যেই তৃণমূল কর্মীরা জানিয়েছেন এই অবৈধ কাজের সাথে তারা যুক্ত নয়। তবে এখনও এটি অজানাই রয়েছে মানুষের কাছে ,হঠাৎ করে কেন রাজবাড়ি মেরামত করা বা ভাঙা শুরু হল অবৈধভাবে?
Comments