top of page
Writer's pictureRuchika Mukherjee, WTN

কেমন থাকবে আজকের আবহাওয়া? বৃষ্টির কবল থেকে বাঁচবে শহর, মফস্বল আর গ্রাম?


উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে, বাড়বে তাপমাত্রা। পার্বত্য এলাকার উপরের পাঁচ জেলায় হালকা বৃষ্টি চলবে। মালদা ও দুই দিনাজপুরে বাড়বে তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তি।


দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেকটাই কমবে। আংশিক মেঘলা আকাশ। রোদ উঠলেই বাড়বে তাপমাত্রা ;সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।


শুক্রবার উত্তর আন্দামান সাগর এবং সংশ্লিষ্ট পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা। এই ঘূর্ণাবর্ত উত্তর বঙ্গোপসাগরে শক্তি বাড়াতে পারে। এর প্রভাবে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত আন্দামান সাগর এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।


এর জেরে বৃষ্টি বাড়বে উইকেন্ডে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।


কলকাতায় আংশিক মেঘলা আকাশ। ক্রমশ বাড়বে তাপমাত্রা। বৃষ্টি অনেকটাই কমবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। সপ্তাহান্তে আবহাওয়ার পরিবর্তন। ফের বৃষ্টির আশঙ্কা।


কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে এক ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৩ থেকে ৯৮ শতাংশ। বৃষ্টিপাতের পরিমাণ ১.৩ মিলিমিটার।


আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস।


শিলিগুড়িতে বসেই কাঞ্চনজঙ্ঘা পর্বত দর্শন, পাহাড় মেঘ-কুয়াশা, সমতলের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা।


শিলিগুড়ি : নীল আকাশ। শহরবাসীর ঘুম ভাঙতেই শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা দর্শন। মর্নিং ওয়াকারেরা উপভোগ করলেন। বৃষ্টি থেকে স্বস্তি।


দার্জিলিং : মেঘ আর কুয়াশার ঘনঘটা। বৃষ্টি থেকে স্বস্তি। ক্ষনিকের জন্যে ভিউ পয়েন্ট থেকে দেখা মিলেছে বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘার। ম্যাল ফিরছে পুরনো মেজাজে।


কালিম্পং : ঝলমলে কালিম্পং। বৃষ্টি থেকে স্বস্তি। হালকা মিঠে রোদ।


জলপাইগুড়ি : মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা।


ডুয়ার্স : ❌❌


আলিপুরদুয়ার : সকাল থেকে মেঘের আড়ালে শহর। বৃষ্টির পূর্বাভাস।


কোচবিহার : কোচবিহারের আকাশও মেঘাচ্ছন্ন। বৃষ্টির সম্ভাবনা।


উত্তর দিনাজপুর : আকাশে মেঘের ভেলা। সূর্যের দেখা নেই। বৃষ্টিতে ভিজতে পারে রায়গঞ্জ।


ইসলামপুর : আকাশের মুখ ভার। বৃষ্টির পূর্বাভাস।


দক্ষিন দিনাজপুর : আকাশ পরিষ্কার। স্বস্তিতে বালুরঘাট

Comments


bottom of page