আমাদের রোজকার জীবনের সাথে হোয়াটস্যাপ ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে। বন্ধুকে কোনো কথা বলা হোক বা কোনো অফিস এর দরকারি ফাইল বা মিটিং এর কথা সবই এখন হোয়াটস্যাপে। একটি পরিসংখ্যান বলছে, ভারতে হোয়াট্সঅ্যাপ ব্যবহারকারীদের সংখ্যা ৪৮ কোটির ও বেশি।
এই সবের মধ্যেই অ্যান্ড্রয়েড ইউসারদের জন্য এসে গেল খারাপ খবর। মেটা জানিয়েছে, যে সব অ্যান্ড্রয়েড স্মার্ট ফোন অ্যান্ড্রয়েডের পুরনো ভার্সনে চলছে, তাঁদের পরিষেবা আগামী ৩০ দিন এর মধ্যে বন্ধ হয়ে যাবে। ২৪ অক্টোবর থেকে অ্যান্ড্রয়ে়ড ৫.০ এর ভার্সন ছাড়া অন্য ফোনে আর হোয়াট্সঅ্যাপ চলবে না।
ফোনে হোয়াটস্যাপ পরিষেবা বজায় রাখতে হলে কিছু ব্যবস্থা করতে পারবেন। যেমন ধরুন অ্যান্ড্রয়ে়ড ৫.০ ভার্সনে আপডেট করা। নাহলে ৫.০ ভার্সন আছে এমন ফোন কিনতে হবে। তা ছাড়া ফোনের সফটওয়্যার যদি আপডেট করা যায় তবে সফটওয়্যার আপডেট করে ফেললেই আবার চলবে পরিষেবা।
তবে হটাৎ করে নতুন ফোন কেনা বা সফটওয়্যার আপডেট করা দুটোই সমস্যার অনেকের জন্য। তারা কী করবেন? তারা হোয়াটস্যাপ এর মতো যেকোনো অন্য অ্যপ ব্যবহার করতে পারেন।
Comments