বর্তমানে রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে । আর সেই সংঘাতের আবহেই ১৯ জন রেজিস্ট্রারকে শো-কজের সিদ্ধান্ত গ্রহণ করলো পশ্চিমবঙ্গ শিক্ষা দফতর।
আজ রাজ্য শিক্ষা দপ্তরের তরফে ডাকা হয়েছিল একটি বৈঠক, এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছিল রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারদের । কিন্তু এদিন বিকাশভবনের বৈঠকে দেখাযায় অন্য চিত্র । এই বৈঠকে অনুপস্থিত ছিলেন বেশ কয়েকজন রেজিস্টার । শিক্ষা দপ্তরের এই বৈঠকে যারা অনুপস্থিত ছিলেন তাঁরাই পড়তে চলেছেন শিক্ষা দপ্তরের কড়া পদক্ষেপ র মুখে ।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর নির্দেশে শিক্ষা দপ্তর, রেজিস্টার দের নিয়ে বৈঠক ডাকলেও সেখানে রেজিস্ট্রাররা হাজির হবেন কিনা তা নিয়ে চাপানউতোর চলছিলো আগে থেকেই। সেই আবহেই শোনা যায় বিশ্ববিদ্যালয়ের উপচার্যদের কাছে গিয়েছে রাজভবনের কড়া চিঠি। চিঠি দিয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কে বলা হয় রেজিস্টাররা যাতে বিকাশ ভবনের বৈঠকে না জান তা দেখতে । আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সভাপতিত্বে বিকাশ ভবন যে বৈঠক ডাকা হয় সেখানে গড় হাজির ছিলেন অনেক রেজিস্টাররাই ।
Comentários