ফের সীমান্তে সোনা উদ্ধার। এবার প্রায় পাঁচ কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার করেছে বিএসএফ । বুধবার ঘটনাটি ঘটেছে পেট্রাপোল সীমান্তের ইন্টিগ্রেটেড চেকপোস্ট এলাকায়। ঘটনায় এক পাচারকারীকেও আটক করা হয়েছে । বিএসএফ জানিয়েছে মোট ৬০টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে । যার ওজন প্রায় ৬.৯৯৮ কেজি । বর্তমান বাজারে যার মূল্য প্রায় ৪কোটি ৩২লক্ষ ৮৬ হাজার ২১৭ টাকা।
বিএসএফ আরো জানায় বাংলাদেশ থেকে খালি ট্রাকে করে এই সোনার বিস্কুট গুলো নিয়ে আসার চেষ্টা করছিল ট্রাক চালক । তল্লাশির সময় ট্রাকের কেবিনের ভেতর থেকে বিস্কুট গুলো উদ্ধার হয় । ধৃত ট্রাক চালকের নাম সুরজ মগ, বনগাঁর জয়পুর এলাকার বাসিন্দা সে।
উদ্ধার হওয়া সোনার বিস্কুট গুলি ও ধৃত ট্রাক চালক কে কলকাতা শুল্ক দফতরের হাতে হস্তান্তর করেছে বিএসএফ এর ১৪৫ নম্বর ব্যাটালিয়নের জাওয়ানরা।
Comentários