top of page

উচ্চশিক্ষা দপ্তর থেকে ফের চিঠি প্রাক্তন উপাচার্যদের



উচ্চশিক্ষা দপ্তরের ফের চিঠি ৫ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যদের। আগের চিঠির উত্তর দেননি তাঁরা। রাজ্যপাল অভিযোগ জানায়, তার নিয়োগ করা ৫ উপাচার্যদের ভয় দেখিয়েছে উচ্চ শিক্ষা দফতর। বা আই এস অফিসাররা হুমকি দেয়। তাঁরা বাধ্য হয়ে পদত্যাগ করেন।


সেই অভিযোগের প্রেক্ষিতে কোন উত্তর দেয়নি উপাচার্যরা। উচ্চশিক্ষা দপ্তরের তরফে সোমবার রাত পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছিল। তা সত্বেও উত্তর পায়নি রাজ্য সরকার।


আগের চিঠির উত্তর না আসায় উচ্চশিক্ষা দফতর থেকে ফের চিঠি পাঠায় ৫ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যদের। চিঠিতে লেখা, "আপনাদের তরফে কোন উত্তর না আসায় আমরা এটা ধরে নিলাম রাজ্যপাল তথা আচার্য যে অভিযোগ করেছিলেন সেই অভিযোগের কোন সত্যতা নেই। সেই সত্যতা নেই বলেই আপনারা আপনাদের তরফে কোন উত্তর আমাদের পাঠালেন না।"

Comments


bottom of page