top of page

পশ্চিম মেদিনীপুরে রাস্তায় ধান গাছ লাগিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের


রাস্তার অবস্থা শোচনীয়, বর্ষা হলে স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ, কেউই ঠিক করে চলাচল করতে পারেনা। তাই রাস্তায় ধানের গাছ পুঁতে অভিনব প্রতিবাদে জানালেন গ্রামবাসীরা।


ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৯ নাম্বার ষাঁড়পুর লোয়াদা গ্রাম পঞ্চায়েতের চকবাজিত এলাকায় । প্রায় দশ বছর ধরে তারা এই কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন।


স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ২০২১ সালে রাস্তা হওয়ার টেন্ডার পাস হয়ে গেলেও সেই কাজ এখনও শুরুই হয়নি।


অপরদিকে ডেবরা বিধানসভার বিধায়ক ড. হুমায়ুন কবীর এই বিষয়ে জানিয়েছেন যে তিনি এই বিষয় সম্পর্কে কিছুই জানতেন না। টেন্ডার হওয়ার পরেও কেন কাজ শুরু হননি তার সম্পর্কে তিনি খতিয়ে দেখবেন। এলাকায় স্থানীয় কোনো সমস্যা থাকলে সে বিষয়গুলিও তিনি খতিয়ে দেখবেন।


পাশাপাশি, এলাকার পঞ্চায়েত প্রধান এবং অঞ্চল সভাপতি সঙ্গে কথা বলে বিধায়ক এই সমস্যার সমাধান করবেন বলে গ্রামবাসীদের আশ্বাস দিয়েছেন।

Kommentarer


bottom of page