বিভিন্ন ক্ষেত্রে বাচ্চা জন্ম হওয়ার পর সেই শিশুদের মায়েরা নিতে না চাইলে তাদের অসহায় অবস্থায় রাস্তার ধারে বা ডাস্টবিনে ফেলে দিয়ে আসে শিশুর বাবা মা। সেক্ষেত্রে শিশুদের প্রাণ সংশয়ের আশঙ্কা থাকে। সেই শিশুদের নিরাপদ আশ্রয় দিতে এবার পাইলট প্রজেক্ট হিসেবে চারটি 'পালনা'-র উদ্বোধন করলো পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন।
মূলত যেসব অভিভাবকেরা নিজেদের সন্তানকে গ্রহণ করতে ইচ্ছুক নন, তারা এই পালনাতে নিজেদের সন্তানকে ছেড়ে দিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে, শিশুটির প্রাণ সংশয়ের আশঙ্কাও অনেকটাই কমবে বলে মনে করছেন প্রশাসনিক মহল।
জেলার চারটি হাসপাতালে এই 'পালনা'-গুলি স্থাপন করা হবে। পালনাতে শিশু রেখে গেলে একটি সয়ংক্রিয় এলার্ম ডিভাইস বেজে উঠবে যার ফলে দায়িত্বে থাকা আধিকারিকের কাছে একটি বার্তা পৌঁছবে। সেই পরিত্যক্ত শিশুদের উদ্ধার করে দেখাশুনোর দায়িত্ব নেবে জেলা প্রশাসন। গত চার পাঁচ মাস ধরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে একাধিক পরিত্যক্ত শিশু উদ্ধার করেছে জেলা প্রশাসন।
রাস্তার ধারে এভাবে শিশু ফেলে যাওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। যত্রতত্র সদ্যজাতকে ফেলে দেওয়া আটকাতে এই ব্যবস্থা গ্রহণ জেলা প্রশাসনের।
Comments