top of page

পুজোর আগে বৈধ বাজি কারখানার লাইসেন্স প্রদানে তৎপরতা

Writer's picture: Ruchika Mukherjee, WTNRuchika Mukherjee, WTN

পরিবেশ-বান্ধব বাজি তৈরির লাইসেন্সের জন্য আবেদন জমা নেওয়ার কাজ শুরু হল পশ্চিম মেদিনীপুর জেলায়। জেলার সমস্ত বাংলা সহায়তা কেন্দ্র থেকে সবুজ বাজির লাইসেন্সের জন্য আবেদন করা যাবে। লাইসেন্স দিতে দ্রুত তৎপরতা শুরু হয়েছে বিএসকে কেন্দ্রগুলিতে।


জেলা প্রশাসন সূত্রে খবর, উদ্যম পোর্টালে রেজিস্টেশন এবং ‘শিল্পসাথী’-র ওয়েবসাইটের মধ্যে আবেদন জমা নেওয়া হচ্ছে। আবেদন করতে গেলে জমির কাগজপত্র, ট্রেড লাইসেন্স, আধার কার্ড থেকে শুরু করে বিভিন্ন নথি লাগছে।


প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, নিয়ম মেনে ফাঁকা জায়গায় বাজি প্রস্তুত করতে ইচ্ছুক, এমন কেউ আবেদন করতে পারেন। আবেদন জমা নেওয়ার পর সমস্ত নথি খতিয়ে দেখা হবে। আবেদকারীর কোনও ক্রিমিন্যাল রেকর্ড রয়েছে কী না খতিয়ে দেখা হবে। সবদিক খতিয়ে দেখে অনুমোদন দেবে প্রশাসন।


এখনও পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে মোট ৯৫টি আবেদন জমা পড়েছে। আগামী ২৩ তারিখের মধ্যেই জমা পড়া আবেদনগুলি খতিয়ে দেখে লাইসেন্স প্রদান করা হবে বলে জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশিদ আলী কাদেরী।


উৎসবের মরসুমের কথা মাথায় রেখে তৎপরতার সঙ্গে প্রদান করা হবে বৈধ বাজি কারখানার লাইসেন্স। তবে বৈধ বাজি কারখানার লাইসেন্স নিয়ে কেউ যাতে আড়ালে অবৈধভাবে বাজি তৈরি না করেন তার জন্য বিশেষ নজরদারিও রাখা হবে বলে জানিয়েছে জেলাশাসক খুরশীদ আলী কাদরী।

Comments


bottom of page